
নওগাঁ জেলা প্রতিনিধি সুজন রেজা।।
৪৯ নওগাঁ–৪ (মান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপুর মূল বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করে নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করা এবং মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও দলবিরোধী তথ্য প্রচারের অভিযোগে মান্দা থানা বিএনপির সদস্য ও ১৩ নং কশব ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ইকরামুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় সিদ্ধান্ত ও মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।