
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
১১৪ পটুয়াখালী-৪ আসনে ১০ দলীয় জোট নির্বাচনী ঐক্যের খেলাফত মজলিস মনোনীত ঘড়ি প্রতিকের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জি: তৌহীদুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতে ইসলামী কলাপাড়া পৌর শাখার সেক্রেটারি মো. মহিবুল্লাহ, খেলাফত মজলিস কলাপাড়া শাখার সভাপতি মো. সাইফুর রহমান, রাঙ্গাবালী জামায়াতে ইসলামির আমীর মোহাম্মদ কবির হুসাইনসহ ১০ দলীয় জোটের নেতা-কমর্ীরা উপস্থিত ছিলেন। এছাড়া কলাপাড়ায় কর্মরত জাতীয়, স্থানীয় ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কমর্ীরা উপস্থিত ছিলেন।
সভায় ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ বলেন, তিনি বিজয়ী হলে এ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দখলবাজমুক্ত করার পাশাপাশি গরীব দুঃখী মানুষের পাশে থাকতে চাই। এছাড়া পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ ১০ দলীয় জোট ঘোষিত ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, আমি যদি স্বচ্ছ না থাকি তাহলে আগামীতে অন্যদের মতো বুক ফুলিয়ে চলতে পারব না। তাই এলাকার উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এই মতবিনিময় সভার মাধ্যমে তিনি তার প্রচারনা শুরু করলেন বলেও জানান।