• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,, সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি,,, ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু,,, প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার,,,, সারাদেশে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা,,, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের,,, দুদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,,, ১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ,,, প্রধান উপদেষ্টাকে বিবৃতিতে সংযত থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষামন্ত্রীর,,,, অপচেষ্টা রুখে দিতে সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান’,,,

কুষ্টিয়ায় কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ট জনজীব/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬৫ পঠিত
আপডেট: সোমবার, ২৪ মে, ২০২১

সুমাইয়া আক্তার শিখাঃকয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে কুষ্টিয়ার জনজীবন। কুষ্টিয়া জেলার দক্ষিণঞ্চলসহ বেশিরভাগ এলাকার মানুষ একটু প্রশান্তির আশায় ছুটছে গাছের ছায়া কিংবা শীতল কোনাে স্থানে । এদিকে বয়স্ক ও শিশুরা এই তীব্র গরমে আরাে অতিষ্ঠ হয়ে পড়েছে।তীব্র গরমের কারণে দিনমজুর থেকে শুরু করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ গুলি অতিরিক্ত গরমের কারণে কাজে যেতে পারছে না । এদিকে শহরের বিভিন্ন সড়ক গুলিতে তিন চাকার যানবাহন অটোরিকসা চলাচল খুব কম।শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় , শহরে বেচাকেনা বেড়েছে পানি জাতীয় দ্রব্য। তীব্র গরমের জন্য ডায়রিয়া, জ্বর সহ বমি রোগ ব্যাপক হারে বেড়ে চলেছে। গরম সহ্য করতে না পেরে ছিন্নমূল মানুষ এলাকার ফাঁকা জায়গা গুলিতে প্রায় জনকেই ঘুমিয়ে থাকতে দেখা গেছে । শুধু মানুষ বা প্রাণীকুল নয় , এ গরমের প্রভাব পড়ছে গাছপালা সহ বিভিন্ন জলাশয়ে, পুকুর সব শুকিয়ে গেছে। কোথাও-কোথাও আম ও লিচুর গাছ শুকিয়ে গাছ থেকে ফল ঝরে পড়তে দেখা যাচ্ছে ।

সংশ্লিষ্ট সূত্র জানায় , তীব্র তাপদাহ চলছে সারাদেশে । মার্চের শেষের দিক থেকে শুরু তাপদাহ দিনের পর দিন বাড়ছে । ডাব , তরমুজ , বাঙ্গি , শসা,খিরা লেবুসহ পানি জাতীয় ফল ও সবজির দাম বাড়ছে হু হু করে। ফলে সাধারণ নিম্ন আয়ের মানুষ গুলি পড়ছে বিপাকে । এদিকে দীর্ঘ ২ মাসের বেশি সময় লকডাউন থাকার পর থেকে চলছে শুরু করছে দূর-পাল্লার যানবাহনসহ ট্রেন লঞ্চ সকল ধরনের যানবাহন। আবহাওয়া অফিসের সুত্র মতে এ সপ্তাহের শেষের দিকেই গরমের একটু আদ্রতা কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ