• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারে পানি কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অসুস্থ রোগীর চিকিৎসায় জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের আর্থিক সহায়তা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে চেয়ার ছোড়াছুড়ি, সুপারের কক্ষে মারল ৩টি তালা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কালীগঞ্জে যুবককে হত্যার অন্যতম আসামি বাউফলে র‍‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। রামগতিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি নেতা সোহেল-নবীউল্লাহসহ ১১০ জনকে অব্যাহতি,,,,,,দৈনিক ক্রাইম বাংলা শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ২৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ,,,,দৈনিক ক্রাইম বাংলা

ডিপাইকে বার্সেলোনায় পাওয়াটা হবে দারুণ: কুমান।

রিপোর্টার: / ৩১২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

কিছুদিন আগে নিজেই জানিয়েছেন বার্সেলোনায় যোগ দেওয়ার খুব কাছাকাছি আছেন। এবার কোচ রোনাল্ড কুমানও জানালেন নেদারল্যান্ডস ফরোয়ার্ড মেমফিস ডিপাইয়ের কাম্প নউয়ে যোগ দেওয়ার বিষয়টি। দুপক্ষের মধ্যে লিখিত চুক্তি না হলেও স্বদেশি খেলোয়াড়কে ২০২১-২২ মৌসুমে কাতালান ক্লাবটিতে দেখার ব্যাপারে আশাবাদী কুমান। গত দলবদল থেকেই ডিপাইকে দলে চাচ্ছিলেন কুমান। সব ঠিক থাকলে এবার জাতীয় দলের সাবেক শিষ্যের সাথে আবার কাজ করার সুযোগ পেতে যাচ্ছেন তিনি। নেদারল্যান্ডসে বাবার প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে ৫৮ বছর বয়সী কোচ ডিপাইয়ের বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন। মেমফিস তার ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেছে, যেটা আমি নিশ্চিত করতে পারি। আমি যতদূর জানি এটা (মেমফিসের বার্সেলোনা চুক্তি) হওয়ার পথে। যদিও এখন সে লিখিত চুক্তি করেনি, তবে এটা কাছাকাছি। আমি তাকে জানুয়ারিতে দলে ভেড়াতে চেয়েছিলাম, এখন সে আসলে দারুণ হবে। এর আগে গত বুধবার সংবাদ সম্মেলনে ডিপাই নিজেই নিশ্চিত করেন তার বার্সেলোনায় যোগ দিতে যাওয়ার বিষয়টি। সবাই জানে, বার্সেলোনার সঙ্গে আমার অনেক দিন ধরে যোগাযোগ চলছে। আমি রোনাল্ড কুমানের দলের হয়ে খেলতে চাই। এখন অপেক্ষার পালা, তবে শিগগিরই এ বিষয়ে খবর আসবে কুমান কথা বলেছেন সাবেক লিভারপুল মিডফিল্ডার ভেইনালডামকে নিয়েও। বার্সেলোনার সাথে মৌখিক সম্মতি হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে পিএসজিতে যোগ দেন এই ডাচ তারকা। আমি গিনির (ভেইনালডাম) সাথে তাকে সাইন করার ব্যাপারে কথা বলেছিলাম এবং শেষ পর্যন্ত সে একটি সিদ্ধান্ত নিয়েছে। এটার সাথে বার্সেলোনার অবস্থান সম্পর্কিত। স্প্যানিশ গনমাধ্যমের খবর, ডিপাইয়ের বার্সেলোনায় যোগদানের প্রক্রিয়াটি পিছিয়ে গেছে নেদারল্যান্ডস কোচ ফ্রাঙ্ক দি বোর অনুরোধে। জাতীয় দলের হয়ে পূর্ণ মনোযোগ ধরে রাখতে ডিপাই ও তার সতীর্থদের দলবদলের খবর পিছিয়ে দিতে বলেছেন তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে ডাচরা। প্রথম ম্যাচে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ