• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্টার ক্লাব ফতেপুরের আয়োজনে নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস,,, দুইটি সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও ভুটানের মধ্যে ,,,,,, সারাদিনে দুই দফা কম্পনে কাঁপল দেশ, সন্ধ্যার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার বাড্ডায়,,, আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির,,, আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত,,,, পাকিস্তানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত,,,, পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলার আসামির ডিবি হেফাজতে মৃত্যু,,, মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত: ফয়েজ তৈয়্যব,,,, ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক,,,

বরিশালে দখলবাজদের কাছ থেকে সম্পত্তি ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭১ পঠিত
আপডেট: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল সদর উপজেলা ৫নং চরমোনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান শরীফের নাতনি শজ্জাশয়ী প্রতিবন্ধী আয়সা বুশরা (২৬) এর নানা কর্তৃক প্রাপ্ত সম্পত্তি বুজে পাওয়ার দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (১৫) ফেব্রয়ারী সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে ভূক্তভোগী পরিবার সদস্য ও এলাকাবাসির ব্যানারে এর্মসূচি পালন করেন তারা। এ সময় এলাকাবাসি ও পরিবারের সদস্যরা বলেন, ১৯৯৬ সনে মাওঃ আব্দুল মান্নান শরীফের ছোট কণ্যা মোসাঃ নাছিমা বেগম একটি কণ্যা সন্তান প্রসব করে রক্তক্ষরনে কিছুক্ষন পরেই মারা যান। তখন পারিবারিকভাবে সিদ্ধান্দক্রমে বড় খালা ফাতেমা বেগমের কাছে লালিত পালিত হয়। অন্যদিকে নাছিমা বেগমের মৃত্যুর পর তার স্বামী মোঃ আবু ত্বোহা অন্যত্র বিয়ে করেন এর পরথেকে তার কণ্যা সন্তানের খোজ-খবর নেয়া বন্ধ করে দেয়। এদিকে পিতা আব্দুল মান্নান শরীফ মৃত্যু নাসিমা বেগমের প্রাপ্প সম্পত্তি তার প্রতিবন্ধী নাতনি আয়শা বুসরাকে বুঝিয়ে দেওয়ার জন্য পরিবারের অন্য সকল সদস্যকে বলেন। ২০১৭ সালে সালে নানা আব্দুল মান্নান শরীফ মারা যাওয়ার পর বুশরার ছোট মামা মাওঃ হাবিবুর রহমান বুশরার সম্পত্তি দখল করে বিভিন্ন স্থপনা নির্মাণ করার পাশাপাশি অণ্য সম্পত্তি আত্বসাৎ করার চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়টি চরমোনাই পীর সাহেবকে অবহিত করা হলে তিনি চলতি বসরের ১৪ই জানুয়ারী বিষয়টি ফয়সালা করে বুশরার সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য চরমোনাইর সাবেক চেয়ারম্যান সৈয়দ এছাহাক মোঃ আবুল খায়ের নির্দেশ দেন। পীর সাহেবের আদেশ অমান্য করে বুশরার জমি আত্বসাৎকারী মাওঃ হাবিবুর রহমান জমি বুঝিয়ে দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের টাল-বাহানার মাধ্যমে দখল করা জমি আত্বসাৎ করার অপচেষ্টা করে যাওয়ার প্রতিবাদে এলাকাবাসি ও ভূক্তভেগী পরিবার বুশরার সম্পতি ফিরে পাওয়ার দাবীতে ও জেলা প্রশাসন সহ থানা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সু-দৃষ্টি কামনা করেন। মানববন্ধন কর্মসূচিতে বুশরার খালাতো ভাই মোতাছেম বিল্লাহ সভাপতিত্বে এ সময় এলাকাবাসি প্রতিবন্ধী অসহায় বুশরার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন মাওঃ মিজানুর রহমান, কাজী মোঃ সেলিম সিকদার,রফিকুল ইসলাম, মাওঃ রেদোয়ান হোসেন,আশিকুর,রবিউল ইসলাম,মোঃ কামাল মাস্টার ও এমরান হোসেন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ