• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

রংপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮১ পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

রংপুর প্রতিনিধি:রংপুরে ধর্মীয় কর্মসূচীর মধ্যদিয়ে ১২ রবিউল আউয়াল জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী সাঃ উদযাপিত হয়েছে।
পবিত্র এ দিবসটি উপলক্ষে রবিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জমাআত মতাদর্শের তৃন্যমুল সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর মহানগর শাখা ও খানকায়ে জায়াতুল নাঈম এর আয়োজনে দুপুরে একটি বর্নাঢ্য র‌্যালি নগরীর প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে শেষ হয়।
রংপুর সাহিত্য মঞ্চে মহানগর কমিটির সভাপতি আবরার আশরাফি এর সভাপতিত্বে নবী করিম সাঃ এর জীবনী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত শাহ আহম্মদ ছাঈদ আহম্মদী পীর সাহেব বরকতিয়া খানকা শরীফ রংপুর।
সভায় উদ্ভোধক আওলাদে রাসুল(দঃ) সৈয়দ সামছুল হক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা ইকবাল হোসেন হক্কানী, মাওলানা আরমান আক্তারী, হযরত মাওলানা মোঃ তাজুল ইসলাম, শাহ মোহাম্মদ ডাঃ শফিউল আলম, আলহাজ্ব কামরুল হুদা, শাহ মুহাঃ গোলাম মর্তুজা আজিজ, এডঃ মিরাজুল ইসলাম লিটন, জাকির হোসেন আশরাফী, মাওলানা জাহিদ হোশেন খন্দকার, আলহাজ্ব সিরাজুল সালিকীন, সাব্বির আহম্মেদ, শাহ সুফি মোঃ জাকের আলী, মোঃ রেজাউল করিম হায়দার, আলহাজ্ব মোঃ জহিরুল হক, আলহাজ্ব মোঃ তানভীর হোসেন আশরাফী।
আলোচনা সভায় খাদেম হুজ্জাজ আলহাজ্ব মোঃ আলী আকবর বাদল এর সঞ্চালনায় আলহাজ্ব মোহাম্মদ ওয়াজেদ আলীর সার্বিক ব্যবস্থাপনায় এতে বক্তব্য রাখেন শাইখুল হাদিস আল্লামা ডঃ মোহাম্মদ আফজাল হোসাইন। শেষে আলহাজ্ব মাওলানা হাফেজ আবু ঈশা এর পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ