• বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ১৫ আগস্ট থেকে কার্যকর হচ্ছে সিম ব্যবহারের নতুন নিয়ম,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ার মহিপুরে ৬৪০ পিছ ইয়াবাসহ আটক-১/দৈনিক ক্রাইম বাংলা।। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল। কলাপাড়ায় বিরামহীন বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত-১/দৈনিক ক্রাইম বাংলা।। আরাফাত জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ!/দৈনিক ক্রাইম বাংলা।। কমলনগর ভুলুয়া ব্রিজ ঘিরে গড়ে উঠছে নতুন পর্যটন কেন্দ্র/দৈনিক ক্রাইম বাংলা।।


বিএনপির আমলে এক কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত হয়েছিল”- আসম ফিরোজ/ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৮৯ পঠিত
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২


এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ দশম জাতীয় সংসদের চীফহুইপ ও বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানের সভাপতি আসম ফিরোজ এমপি বলেছেন, “আমাদের সরকার ছবিসহ ভোটার তালিকা করেছে যাতে কেউ জাল ভোট দিতে না পারে। বিএনপির আমলে এক কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত হয়েছিল। নির্বাচনে আমরাই স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করেছি যাতে ভোটের আগেই সিল মেরে বাক্স ভরতে না পারে কেউ।”, ক্ষমতায় থাকা মানেই দুর্নীতি, সন্ত্রাস, অর্থপাচার, মানবপাচার এসব। কারণ যারা মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে, তারাই এসবের সঙ্গে যুক্ত থাকে। তারা তো দেশের জন্য কাজ করবে না। নির্বাচন নিয়ে আমি একটি কথাই বলব, বাংলাদেশে নির্বাচনে যদি কোনো শৃঙ্খলা এসে থাকে, তবে সেটাও আওয়ামী লীগ সরকারের আমলেই এসেছে।”

শনিবার (১৭ ডিসেম্বর) বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মী সমাবেশে অত্র ইউনিয়ন চেয়ারম্যান মনজুরুল আলম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে এসব কথা বলেন।

খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভর করার চিন্তা থেকে বের হয়ে আসতে হবে মন্তব্য করে তিনি বলেন, “আসুন সবাই আমরা গাছ লাগাই, মৎস্য চাষ করি। সাধারণ মানুষকেও বোঝাতে হবে। কোথাও যেন এক ইঞ্চি জমিও পড়ে না থাকে। যে যাই করুন, সেটাতে আবাদ করুন। তরকারি, সবজি, হাঁস-মুরগি মাছ চাষ করুন। মোটকথা আমাদের নিজেদের খাদ্যের ব্যবস্থা যেন আমরা নিজেরাই করতে পারি।”

তিনি আরো বলেন, “এ জন্য আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকেও উদ্যোগ নিতে হবে। আওয়ামী লীগ শুধু সরকারে থাকলে মানুষের জন্য কাজ করে এমন নয়। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস সবকিছুতে আমরা সব সময়ই মানুষের কাছে আগে ছুটে গিয়েছি। বিএনপি ক্ষমতায় থাকতে ১৯৯১ সালের ঝূর্ণিঝড়ে কে আগে গিয়েছে, আমরা আওয়ামীলীগ গিয়েছি। মানবতার সেবায় আমরা সব সময়ই এগিয়ে আছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের সেবাটা নিশ্চিত হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ