• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আতঙ্কে নারায়ণগঞ্জ: নিরাপত্তাহীনতার নগরীতে রূপান্তর,,,,,দৈনিক ক্রাইম বাংলা চলে গেলেন বরেণ্য অভিনেতা রবার্ট রেডফোর্ড,,,,,দৈনিক ক্রাইম বাংলা মেসির গোলে সিয়াটলের সাথে জয় পেলো মায়ামি,,,,দৈনিক ক্রাইম বাংলা জেলার সংবাদ টাঙ্গাইলে তৃণমূলের প্রিয়মুখ ফরহাদ ইকবালের জনপ্রিয়তা তুঙ্গে,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাপাসিয়ায় স্মরণকালের সবচেয়ে বড় দুর্গোৎসব, নিরাপত্তায় চলছে প্রস্তুতি,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে: পরিকল্পনা উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা সবার রাজনৈতিক অধিকার আছে দাবি জানানোর—আমরাও জানাবো: সালাহউদ্দিন,,,,দৈনিক ক্রাইম বাংলা ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা টানা বৃদ্ধির পর অবশেষে কমলো স্বর্ণের দাম নিজস্ব প্রতিবেদক,,,, দৈনিক ক্রাইম বাংলা এবারের পূজা খুবই নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা

বিএনপির আমলে এক কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত হয়েছিল”- আসম ফিরোজ/ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১০ পঠিত
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ দশম জাতীয় সংসদের চীফহুইপ ও বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানের সভাপতি আসম ফিরোজ এমপি বলেছেন, “আমাদের সরকার ছবিসহ ভোটার তালিকা করেছে যাতে কেউ জাল ভোট দিতে না পারে। বিএনপির আমলে এক কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত হয়েছিল। নির্বাচনে আমরাই স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করেছি যাতে ভোটের আগেই সিল মেরে বাক্স ভরতে না পারে কেউ।”, ক্ষমতায় থাকা মানেই দুর্নীতি, সন্ত্রাস, অর্থপাচার, মানবপাচার এসব। কারণ যারা মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে, তারাই এসবের সঙ্গে যুক্ত থাকে। তারা তো দেশের জন্য কাজ করবে না। নির্বাচন নিয়ে আমি একটি কথাই বলব, বাংলাদেশে নির্বাচনে যদি কোনো শৃঙ্খলা এসে থাকে, তবে সেটাও আওয়ামী লীগ সরকারের আমলেই এসেছে।”

শনিবার (১৭ ডিসেম্বর) বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মী সমাবেশে অত্র ইউনিয়ন চেয়ারম্যান মনজুরুল আলম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে এসব কথা বলেন।

খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভর করার চিন্তা থেকে বের হয়ে আসতে হবে মন্তব্য করে তিনি বলেন, “আসুন সবাই আমরা গাছ লাগাই, মৎস্য চাষ করি। সাধারণ মানুষকেও বোঝাতে হবে। কোথাও যেন এক ইঞ্চি জমিও পড়ে না থাকে। যে যাই করুন, সেটাতে আবাদ করুন। তরকারি, সবজি, হাঁস-মুরগি মাছ চাষ করুন। মোটকথা আমাদের নিজেদের খাদ্যের ব্যবস্থা যেন আমরা নিজেরাই করতে পারি।”

তিনি আরো বলেন, “এ জন্য আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকেও উদ্যোগ নিতে হবে। আওয়ামী লীগ শুধু সরকারে থাকলে মানুষের জন্য কাজ করে এমন নয়। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস সবকিছুতে আমরা সব সময়ই মানুষের কাছে আগে ছুটে গিয়েছি। বিএনপি ক্ষমতায় থাকতে ১৯৯১ সালের ঝূর্ণিঝড়ে কে আগে গিয়েছে, আমরা আওয়ামীলীগ গিয়েছি। মানবতার সেবায় আমরা সব সময়ই এগিয়ে আছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের সেবাটা নিশ্চিত হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ