• রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

সরকারি চাকরির পাশাপাশি সফল কৃষি উদ্যোক্তা নূরুজ্জামান/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৭০ পঠিত
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন প্রতিনিধি।।

সফল কৃষি উদ্যোক্তা নূরুজ্জামান সরকারি চাকরির পাশাপাশি যে অন্য কিছু করা যায় না এমন ধারণাকে পাল্টে দিয়েছেন একজন শিক্ষিত উদ্যোক্তা কৃষিবিদ নূরুজ্জামান। নূরুজ্জান অফিসের পর অলস বসে না থেকে নিজেই গড়ে তুলেছেন মিশ্র ফল ও সবজির প্রজেক্ট ও গরু, ছাগল ও হাঁসের খামার নূরুজ্জামান ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে।

জানা যায়, নূরুজ্জামান লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী হিসাবে কাজ করেন অফিসের পরে সময়টা কিভাবে কাজে লাগানো যায়। তখন তার মাথায় এলো সময়টা নষ্ট না করে জমিতে চাষাবাদের কাজে লাগানো যায়। এর পর সবজি চাষ শুরু করেন । মাত্র তিন মাসেই সবজি চাষ করে সফলতার মুখ দেখতে পান। এর পর তার মধ্যে চাষাবাদের আগ্রহ বৃদ্ধি পায় , পরে ওই জমিতে মিষ্টি কুমড়া, সরিষা, লাউ টমেটোসহ বিভিন্ন জাতের সবজি চাষ করেন। আধুনিক পদ্ধতিতে চাষ করায় খুব ভাল ফলন হয়। আশপাশের গ্রাম, এমনকি উপজেলা থেকেও ক্রেতারা জমিতে এসেই ফল কিনে নেন। এবং আশপাশের কয়েক গ্রামের শিক্ষিত বেকার যুবকরা আসছেন তার এ প্রজেক্ট পরিদর্শনে। তারাও চাকরির পেছনে না ছুটে এ ধরনের প্রজেক্ট করার আগ্রহ প্রকাশ করছেন।

কৃষিবিদ নূরুজ্জামান বলেন- গত বছর আমি , বিভিন্ন জাতের ফসলের আবাদে সফল হই, আমার সংসারের কিছুই বাহির থেকে কিনতে হয় না আমি সকল ধরনের চাষাবাদ করি। আমি পতিত জমিকে কিভাবে কাজে লাগানো যায়, সেই প্রযুক্তিগুলোকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ