• শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,,,, নয়াদিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক,, বিএনপির প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির,,,, পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত এএসআই নুর ইসলাম,,, রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’,,,,, শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,,

সরকারি চাকরির পাশাপাশি সফল কৃষি উদ্যোক্তা নূরুজ্জামান/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮৩ পঠিত
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন প্রতিনিধি।।

সফল কৃষি উদ্যোক্তা নূরুজ্জামান সরকারি চাকরির পাশাপাশি যে অন্য কিছু করা যায় না এমন ধারণাকে পাল্টে দিয়েছেন একজন শিক্ষিত উদ্যোক্তা কৃষিবিদ নূরুজ্জামান। নূরুজ্জান অফিসের পর অলস বসে না থেকে নিজেই গড়ে তুলেছেন মিশ্র ফল ও সবজির প্রজেক্ট ও গরু, ছাগল ও হাঁসের খামার নূরুজ্জামান ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে।

জানা যায়, নূরুজ্জামান লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী হিসাবে কাজ করেন অফিসের পরে সময়টা কিভাবে কাজে লাগানো যায়। তখন তার মাথায় এলো সময়টা নষ্ট না করে জমিতে চাষাবাদের কাজে লাগানো যায়। এর পর সবজি চাষ শুরু করেন । মাত্র তিন মাসেই সবজি চাষ করে সফলতার মুখ দেখতে পান। এর পর তার মধ্যে চাষাবাদের আগ্রহ বৃদ্ধি পায় , পরে ওই জমিতে মিষ্টি কুমড়া, সরিষা, লাউ টমেটোসহ বিভিন্ন জাতের সবজি চাষ করেন। আধুনিক পদ্ধতিতে চাষ করায় খুব ভাল ফলন হয়। আশপাশের গ্রাম, এমনকি উপজেলা থেকেও ক্রেতারা জমিতে এসেই ফল কিনে নেন। এবং আশপাশের কয়েক গ্রামের শিক্ষিত বেকার যুবকরা আসছেন তার এ প্রজেক্ট পরিদর্শনে। তারাও চাকরির পেছনে না ছুটে এ ধরনের প্রজেক্ট করার আগ্রহ প্রকাশ করছেন।

কৃষিবিদ নূরুজ্জামান বলেন- গত বছর আমি , বিভিন্ন জাতের ফসলের আবাদে সফল হই, আমার সংসারের কিছুই বাহির থেকে কিনতে হয় না আমি সকল ধরনের চাষাবাদ করি। আমি পতিত জমিকে কিভাবে কাজে লাগানো যায়, সেই প্রযুক্তিগুলোকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ