• বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,,,, নয়াদিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক,, বিএনপির প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির,,,, পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত এএসআই নুর ইসলাম,,, রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’,,,,, শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,,

আওয়ামী লীগ সব সময় জনগণের উন্নতির জন্য কাজ করে : প্রধানমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৭ পঠিত
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল কখনো পলায়ন করে না, বরং জনগণের উন্নতির জন্য কাজ করে, দেশবাসীকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও “স্মার্ট বাংলাদেশ” গড়তে তার দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, যারা (বিএনপি নেতারা) বলছে আওয়ামী লীগ পালানোর সুযোগ পাবে না, আমি তাদের একটা কথা পরিষ্কার করতে চাই যে, আওয়ামী লীগ কখনো পালায় না, কিন্তু তাদের (বিএনপি) নেতারা পালিয়ে যায়।

আজ ২৯শে জানুয়ারী (রবিবার) রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর ও আওয়ামী লীগের জেলা শাখার আয়োজনে হাজার হাজার মানুষের অংশগ্রহণে মানবসমুদ্রে পরিণত হওয়া মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধানমন্ত্রী রাজশাহী সিটি করপোরেশনের (আরসিসি) ১ হাজার ৩৩৩ কোটি টাকারও বেশি মূল্যের সাতটি সহ ২৬টি প্রকল্পের উদ্বোধন করেন এবং ৩৭৫ টাকার বেশি মূল্যের ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত চক্র অনেক কথা বলছে এবং আওয়ামীলীগ কে পালানোর সুযোগ পাবে না বলে তার দলকে আল্টিমেটাম দিচ্ছে।
১৯৮১ এবং ২০০৭ সালে তৎকালীন সরকারের লাল চোখ উপেক্ষা করে দুইবার দেশে ফিরে আসার কথা উল্লেখ করে তিনি বিএনপি-জামায়াত চক্রকে যারা পালাতে চায় প্রশ্ন করেন এবং বলেন, আওয়ামী লীগ কখনই পালিয়ে যায় না।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের কথা ভেবে দেশে ফিরেছি।
জাতির পিতার হাতে সংগঠনটি গঠিত হওয়ায় তার দল জনগণের কল্যাণে কাজ করছে। এই সংগঠন (আ.লীগ) যখনই ক্ষমতায় আসে, জনগণের ভাগ্য বদলে দেয়।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম মহাসচিব এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পররাষ্ট্রমন্ত্রী এম শরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম , ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ