• শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,,,, নয়াদিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক,, বিএনপির প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির,,,, পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত এএসআই নুর ইসলাম,,, রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’,,,,, শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,,

বাউফলে বেয়াইন প্রেমিকার সাথে দেখা করতে এসে আটক বেয়াই প্রেমিক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন,পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলায় রাতের গভীরে বেয়াইন প্রেমিকার সাথে দেখা করতে এসে আটক হয়েছেন বেয়াই প্রেমিক। পরে গণধোলাইয়ের শিকার হয়ে একদিন আটক থাকার পর পরিবারের কাছে হস্তান্তর করার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত রোববার (২৯শে জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের সত্তার প্যাদার বাড়িতে। আটক বেয়াই প্রেমিকের নাম মোঃ নাঈম মুন্সি (২২), তিনি দশমিনা উপজেলার বগুড়া আমতলা গ্রামের বাসিন্দা নয়ন মুন্সির ছেলে।

আর বেয়াইন প্রেমিকার নাম মোসাঃ নিপা আক্তার (১৪), তিনি বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের বাসিন্দা মোঃ শামীম প্যাদার মেয়ে। সে কালাইয়া রব্বানীয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

মেয়ের মা সহ বাড়ির লোকজন জানান, আমাদের বড় মেয়ের শ্বশুরের আপন ভায়রা পুত্র হয় নাঈম। সেই রাবিদে তারা বেয়াইন ও বেয়াই হয়। বড় মেয়ে ও জামাই আমাদের বাড়িতে বেড়াতে আসলে মাঝেমধ্যে নাঈমও বেড়াতে আসতো। সেই আসাযাওয়ায় আমার ছোট মেয়ে নিপার সাথে নাঈমের সম্পর্ক হয়। এদিকে নাঈম বিজিবির চাকরি পাওয়ায় চাকরিতে চলে গেলে তাদের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে কথা হতো। তাই নাঈম ছুটি পেয়ে নিজের বাড়ি এসে পরে মেয়ের সাথে দেখা করতে রোববার দিনগত রাতে আমাদের বাড়ি আসে। আমরা টের পেয়ে গেলে নাঈম দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে বাড়ির লোকজন সহ স্থানীয় লোকজন ধরে মারধর করে ঘরে নিয়ে আসে।

তারা আরও জানান, আমরা প্রথমে চোর ভেবে ডাকচিৎকার দিলে লোকজন ধরে ফেলে। এবং দেখতে পাই আমাদের বড় মেয়ের আপন খালাতো দেবর মানে আমাদের পুত্রা হয়। ঘটনার সত্যতা স্বীকার পূর্বক তার পরিবারকে খবর দিয়ে পরেরদিন রাতে হাতে তুলে দেওয়া হয়।

এব্যাপারে প্রেমিক বেয়াই নাঈম মুন্সির মোবাইল নম্বরে জানার জন্য একাধিকবার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

মেয়ের বাবা শামীম প্যাদা বলেন, আমার বড় মেয়ে তার আত্মীয়ের কাছে দেওয়া তাই খারাপ কিছু করিনি। আবার ছেলেটি নতুন চাকরি নিয়েছে, যদি কোনও সমস্যা হয় তাই তার পরিবারকে খবর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ