এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়ন বিএনপি ও মদনপুরা ইউনিয়ন বিএনপির পদযাত্রা, মিছিল সহ পথসভা করা হয়েছে।
শনিবার (১১ই ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে একাংশ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব জিএম ফারুক হোসেনের নেতৃত্বে বিলবিলাস বাজারে পদযাত্রা মিছিল, পথসভা করা হয়।
এদিকে সকাল ১০টার দিকে মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এমএল কবির খানের নেতৃত্বে পদযাত্রা মিছিল, পথসভা করা হয়।
এবিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব জিএম ফারুক হোসেন ও মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এমএল কবির খান জানান, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা ময়দা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গনতন্ত্র পুনরুদ্ধার সহ ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ ও দেশনেত্রী খালেদা জিয়া এবং নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফার দাবিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মৎস্যজিবীদল, শ্রমিকদল ও ছাত্রদল নেতাকর্মীদের অংশগ্রহনে পদযাত্রা মিছিল করে পদসভার মধ্যদিয়ে সফল করা হয়েছে।