এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।
উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে এবার জেলা প্রতিযোগিতা মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে বাউফল উপজেলার মেয়ে মোসা: ইশরাত জাহান এশা নামে এক ছাত্রী।
মোসা: ইশরাত জাহান এশা (৯), উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহির দাসপাড়া গ্রামের মোঃ নাসির উদ্দিনের মেয়ে। এবং তিনি বাহির দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
বৃহস্পতিবার (২রা মার্চ) পটুয়াখালী এডভোকেট আবুল কাসেম মিনি স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ে জেলা শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোসা: ইশরাত জাহান এশা এখন বিভাগীয় পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নিবেন।