রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি॥
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ মার্চ সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি শোভাযাত্রার উদ্বোন করেন।
পরে শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঝালকাঠি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। এতে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্ব প্রধান অতিতি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, বিশেষ অতিথি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো: আরিফ, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার প্রমুখ।