বি এম মনির হোসেনস্টাফ রিপোর্টারঃ- বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন। ধর্ষিতার পরিবার থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে গ্রেফতার হয়েছে ধর্ষক। ১১ জুন বৃহস্পতিবার গ্রেফতার কৃত আসামিকে বরিশাল আদালতে প্রেরণ করা হবে। ধর্ষিতা ছাত্রীকে পুলিশ হেফাজাতে ডাক্তারি পরিক্ষা করানো হয়েছে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে।থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান উপজেলা পশ্চিম সুজনকাঠী গ্রামের কালিখোলা নয়ন হাওলাদারের বাড়ির ভারাটিয়া বরিশাল সদর কোতয়ালী থানার শ্যামপাড়া বাজাররোড এলাকার সাইফুল ইসলামের মেয়ে আগৈলঝাড়া শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী, ছাত্রীর মাতা চাকুরীর সুবাদে আগৈলঝাড়া একসাথে মা-মেয়ে ভাড়ায় থাকে ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দেয় পশ্চিম সুজনকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে মুন্না মোল্লা (২৮)। প্রেমের প্রস্তার প্রত্যাখান করায় বিয়ের প্রস্তাব দিলে সুমা রাজি হয়। ওই ছাত্রীকে বিবাহের প্রলোভন দেখিয়ে ১০ মার্চ থেকে ১৫ মার্চ ২০২০ইং তারিখ মুন্না মোল্লা তার ঘরে নিয়ে একধিকবার ধর্ষণ করে। এসময় এই ধর্ষনের সহযোগিতাকরে একই উপজেলার রাহুতপাড়া গ্রামের প্রমোদ রায় ছেলে অশোক রায় (৩০), পশ্চিম সুজনকাঠী গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার(৩০) ও সোহেল হাওলাদারে স্ত্রী সুরমি বেগম। এঘটনায় ধর্ষিতার মাতা বাদী হয়ে ৪ জনকে আসামী করে গত ৭জুন আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে মামলার নং-৫,মামলার বাকী আসামীরা পলাতক রয়েছে
এব্যাপারে মামলার তদন্তাকারি অফিসার আগৈলঝাড়া থানা এসআই মোঃ নাসির উদ্দিন বলেন ধর্ষিতা ছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পরে ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১ নং আসামী গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।
You cannot copy content of this page