আজাদুর রহমান উল্লাপাড়া প্রতিনিধিঃসিরাজগঞ্জের সলংগা থানার সলংগা হতে ধামাইকান্দি জন-গুরুত্বপুর্ন আঞ্চলিক সড়ক টি দীর্ঘদিন হলো মৃত্যু ফাদে পরিণত হয়ে আছে। সরেজমিনে দেখা যায়,গারুদহ নদীর তীর ঘেষে বয়ে যাওয়া সলংগা-ধামাইকান্দি সড়কটির মধ্যপাড়া ভরমোহনী গ্রামের দুদু মিয়ার বাড়ীর সামনে সড়কটির অর্ধেকের বেশি অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিদিন চলাচল করছে শত শত পন্যবাহী ট্রাক,ট্রলি,অটোরিক্সা,ভ্যান প্রভৃতি সহ ইঞ্জিনচালিত ও সাধারন বাহন। সলংগা বাজারের ব্যবসায়িক লেনদেনের অর্ধেকের বেশি পন্য ও সাধারন মানুষের চলাচলের মাধ্যম এই রাস্তা। সরকারের বড় রাজস্ব আয়ের খাত এই ঐতিহাসিক সলংগার হাট ও বাজার। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার বলার পরও হয় নি এই মেরামতের কাজ। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কোন রকমে সাধারন মানুষের যাতায়াতের ব্যবস্থা করেছি। কিনতু ব্যক্তি উদ্দ্যেগে প্রতিদিন এটা করা সম্ভব নয়। এই মরন খাদে পড়ে যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা।তাই এ বিষয়ে ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে উনি ফোন ধরেন নি।রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীমুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,যতদ্রুত সম্ভব ব্যবস্থা নিচ্ছি বলে জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা মোঃ নাজমুল হক তালুকদার
উপদেষ্টা: এস এম মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান
নির্বাহী সম্পাদক : এম. নজরুল ইসলাম
মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১
সার্বিক যোগাযোগ: ০১৮৬৭-২৪৩৩৯৬
ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
যোগাযোগঃ ২১৭/এ,নূর মঞ্জিল ফকিরাপুল মতিঝিল, ঢাকা,১০০০