
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজারে জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে মহিলাসহ তিনজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে শহীদুল টিপু, ও উদায় কর্মকার সহ তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা।
ভুক্তভোগীরা জানান, বিগত দিনে এ জমি নিয়ে বিভিন্ন সময়ে আমাদের হুমকি দিয়ে আসছে তারা।
এ নিয়ে বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান এর মাধ্যমে সালিশি হওয়ার কথা ছিল। আজ সকালে আমরা কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের উপরে হামলাসহ মহিলাদের উপর শীলতা হানি ঘটায়। এ সময় পকেট থেকে নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়।
আহত স্বপন মাস্টার জানান, শহীদ গোলদার, টিপু উদয়, যুগল কর্মকার সহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমরা এর বিচার চাই। এ ব্যাপারে বেতাগী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু জানান, ভুক্তভোগী পরিবার এ নিয়ে থানায় একটি অভিযোগ করেছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।