পূর্ব শত্রুতার জের ধরে ২জনকে পিটিয়ে আহত করার অভিযোগ ভোলা জেলার লালমোহন ।
রিপোর্টার:
/ ৩৭৫
পঠিত
আপডেট:
শনিবার, ২৭ জুন, ২০২০
শেয়ার:
লালমোহন প্রতিনিধি।। লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে ২জনকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধলী গৌর নগর ইউনিয়নের কুমার খালি ৫নং ওয়ার্ডে তজুমুদ্দিন হাজী বাড়িতে ২৫ জুন বিকাল সাড়ে ৫টার সময় এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে আঃ হাই গংদের সাথে একই বাড়ির ৭৫ বছর বয়সী বিধবা ফুলবানুর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন পুরুষ শূন্য ঘরে ফুলবানু ও তার বিধবা মেয়ে নাজমার ওপর সন্ত্রাসী হামলা করে আঃ হাই, সাবের, জামাল, আক্তার, মরিয়ম, রাশেদসহ আরো কয়েকজন। ফুলবানু ও নাজমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। মারপিটের সময় একভরি চার আনা ওজনের রুপার হার নাজমার গলা থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। বৃদ্ধা ফুলবানু জানান, আমাদের জনবল না থাকায় ওনারা আমাদের জমিজমা জোরপূর্বক দখলের চেষ্টা করে এবং আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। আমি আমার বিধবা মেয়েকে নিয়ে থাকি। বাড়িতে সামান্য কিছু হলেই পারিবারিক বিভিন্ন বিষয়ে অযুহাত ধরে তারা আমাদের মারে। আমরা অসহায় বিধায় আমাদের ওপর বারবার এ ধরনের নির্যাতন চালায়। এর আগেও আমাদেরকে এভাবে মারপিট করেছে। আমরা এসব নির্যাতনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবী করি। এদের আইনের আওতায় এনে ভুক্তভোগীদের ন্যায্য অধিকার যাতে ফিরে পায় তার আশাবাদী ব্যক্ত করেন অভিযোগকারী।
প্রধান উপদেষ্টা মোঃ নাজমুল হক তালুকদার
উপদেষ্টা: এস এম মনিরুজ্জামান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান
নির্বাহী সম্পাদক : এম. নজরুল ইসলাম
মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১
সার্বিক যোগাযোগ: ০১৮৬৭-২৪৩৩৯৬
ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
যোগাযোগঃ ২১৭/এ,নূর মঞ্জিল ফকিরাপুল মতিঝিল, ঢাকা,১০০০