মোঃ জুলহাস মিয়াঃর্যাব-৮, সিপিসি-১,(পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ২৮/০৬/২০২০ইং তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭.৩০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী সদর এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার এবং মুখে মাস্ক পরিধান না করার অপরাধে ১। মোঃ আমিরুল ইসলাম (৩০), পিতা-মৃত-তৈয়ব আলী, সাং-নিউ মার্কেট, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ৫০০/- টাকা, ২। মোঃ রফিক হোসেন (২১), পিতা-কবির হোসেন, সাং- বেপারী বাড়ী, থানা- সদর, জেলা- পটুয়াখালীকে ১০০/- টাকা, ৩। মোঃ তারিক হোসেন (২৪), পিতা- মজনু চৌকিদার, সাং-পুরান বাজার, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ২০০/- টাকা, ৪। মোঃ শাহীন আলী (৩৮), পিতা- মৃত আঃ খালেক, সাং-পুরান বাজার, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ৫০০/- টাকা, ৫। মোঃ রাশিদুল ইসলাম (২৪), পিতা- জায়েদ আলী, সাং- পুরান বাজার, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ২০০/- টাকা, ৬। মোঃ আফজাল (২৮), পিতা- জালাল হক, সাং-নলসিটি, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ২০০/- টাকা, ৭। মোঃ মাসুদ (২২), পিতা-ফজলুল হক, সাং-বনানী রোড, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ২০০/- টাকা, ৮। মোঃ শাহ আলম (২৪), পিতা- মোতালেব, সাং-বনানী রোড, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ২০০/- টাকা, ৯। মোঃ জুয়েল কাজী (২৮), পিতা- খলিল কাজী, সাং- চর বিলাস, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ১০০/- টাকা, ১০। মোঃ হাসান আলী (৩৫), পিতা-আঃ হালিম, সাং- বড় মসজিদ, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ৫০/- টাকা, ১১। মোঃ শাকিল খান (৩২), পিতা- সুলতান আলী, সাং-লোহালিয়া, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ৫০০/- টাকা, ১২। মোঃ সোহাগ শিকদার (৫০), পিতা- মৃত হাফিজ আলী, সাং-লোহালিয়া, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ২০০/- টাকা, ১৩। মোঃ দেলোয়ার হোসেন (৬২), পিতা- মৃত হোসেন আলী, সাং-বনানী রোড, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ৫০/- টাকা, ১৪। মোঃ সাদ্দাম হোসেন (২৮), পিতা- জালাল গাজী, সাং-লঞ্চ ঘাট, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ২০০/- টাকা, ১৫। মানিক কর্মকার (৩৮), পিতা- তপন কর্মকার, সাং-লঞ্চঘাট, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ২০০/- টাকা সহ সর্বমোট ৩,৪০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসান মোহাম্মদ সোয়াইব সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম সরওয়ার সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন বলে জানা গেছে।