
জুলহাস মিয়া বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলা কাজিরাবাদ ইউনিয়নের কুমড়াখালী গ্রামের মনিরের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। দীর্ঘদিন যাবৎ ইউনিয়নের সাধারণ মানুষদের জিম্মি করে চাঁদাবাজি, মাদক ব্যবসা পুলিশি হয়রানি সহ নানা অপকর্ম কারণে মনির উপর অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। কুমরাখালি বাজার এলাকায় মানুষজন জমায়েত হয় মনিরের অত্যাচার এর উপর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। বিকেলে ইউনিয়নের কুমড়াখালী বাজারে জালাল নামের এক জেলেকে মারধরের অভিযোগে এলাকার সাধারণ মানুষজন ক্ষিপ্ত হয়। ঘটনাস্থলে সাংবাদিক পৌঁছালে এলাকাবাসীর অভিযোগের আর অন্ত নেই, এক পর্যায়ে জেলে জালালকে জিজ্ঞাসাবাদ করলে জালাল বলেন আমি এখানে দীর্ঘদিন যাবৎ জাল পেতে আমার সংসারের জীবিকা নির্বাহ করি। এখানে জাল পাতার বিনিময় মনির আমার কাছে চাঁদা দাবি করলে আমি দিতে অস্বীকার করি, একপর্যায়ে সে আমার মেয়েকে বলে তোমার বাবা টাকা দিতে না পারলে তুমি এসে আমার কাছে এক রাত্র থাকো, এই ঘটনা মেয়ে তার বাবাকে বললে বাবা মনির কে জিজ্ঞাসাবাদ করে মনির উত্তেজিত হয়ে ওই জেলেকে মারধর করে এবং তার স্ত্রীকে মারধর করে তাতে এলাকার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ বিষয় নিয়ে বেতাগী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী পরিবার।
এ ব্যাপারে বেতাগী থানার অফিসার্স ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।