
মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় জেনারেল হাসপাতালের ডাক্তার,স্টাফ ও রোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পুত্র জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ।
সোমবার (৬ জুলাই) দুপুর দুইটায় হাসপাতালে প্রথম তলায় সবার মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় সকল ডাক্তার এবং নার্স সহ সকল স্টাফ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে এমপি পুত্র অ্যাডভোকেট সুনাম দেবনাথ বলেন, মহামারী করোনার প্রাদুর্ভাবে বাংলাদেশ আজ অসহায় হয়ে পড়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। আমার বাবা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারই নির্দেশনা অনুযায়ী আমার এই খাবার বিতরণ। এই করোনা কালে কেউ না খেয়ে থাকবে না। এটা আমার বাবার আদেশ। তারই ধারাবাহিকতায় আমার এই খাবার বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।