• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৩ মে ঢাকায় হেফাজতের মহাসমাবেশ: নতুন কর্মসূচির ইঙ্গিত,,,,,,দৈনিক ক্রাইম বাংলা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইন মন্ত্রণালয়ে সরাসরি আবেদন করা যাবে,,,দৈনিক ক্রাইম বাংলা। ধর্মনিরপেক্ষতার প্রস্তাবেও আপত্তি, পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থান চায় বিএনপি,,,,দৈনিক ক্রাইম বাংলা। সংগ্রাম শেষ হয়নি, গণতন্ত্র এখনো দূরে: ফখরুল,,,,দৈনিক ক্রাইম বাংলা। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।। অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা। নওগাঁর বদলগাছীতে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন- জনদূর্ভোগ চরমে/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ফ্যাসিস্ট আ.লীগ সভাপতির ইসলামী আন্দোলনে যোগদান/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ার দ্বীন এলাহী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোস্তাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।।


ইএইচডি প্রকল্পের পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর বরগুনায়

রিপোর্টার: / ৩৫৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ জুলাই, ২০২০


মোঃজুলহাস মিয়া,বরগুনাঃআজ সকাল সকাল ১১টায় যুক্তরাজ্যের দাতাসংস্থা ইউকে এইড এর সহযোগিতায় কনসার্ন ওয়াল্ড এবং পার্টনারর্স ইনহেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর ব্যবস্থাপনায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা পার্টনারস ইনহেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর ব্যবস্থাপনায় বরগুনা সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাক্তার, নার্স এফডব্লিউসিসহ সব ধরনের সরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী সংস্থা সমূহের পেশাদারদের জন্য ২৩ ধরনের করোনা সংক্রমণ প্রতিরোধ সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করা হয়। উপ-পরিচালক পরিবার পরিকল্পনা এর নিকট উক্ত সংক্রমণ প্রতিরোধ সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা হস্তান্তর করা হয়।বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা এ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তাপস কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বিভাগীয় কর্মসূচি সমন্বয়কারী মোহাম্মদ মোমেন খান পিএইচডি-ইএইচডি,স্বাস্থ্য সমন্বয়কারী মোঃ বদিউজ্জামান পিএইচডি-ইএইচডি, বরগুনা আরএইচ স্টেপের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ মিরাজ হোসেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি বলেন, এই সকল উপকরণ স্বাস্থ্যসেবা পেশাজীবিদেরকে সাহস ও আত্মবিশ্বাস এর সাথে তাদের মহান দায়িত্ব পালন চালিয়ে যেতে সহায়তা করবে পরিশেষে এই এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীই এই উদ্যোগের চূড়ান্ত সুবিধাভোগী হবে। তিনি ইএইচডি প্রকল্পের জন্য শুভকামনা এবং ভবিষ্যতে যেকোন প্রয়োজনে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। ডিভিশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর( পিএইচডি) মোঃ মোমেন খান বলেন, করোণা সংক্রমণ প্রতিরোধে প্রতিরোধ সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা হলো প্রধান হাতিয়ার স্বাস্থ্য সেবা প্রদানকারী বিশেষ করে ডাক্তার নার্স ও সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগত সুরক্ষা এই মুহূর্তে খুব প্রয়োজন তারই ধারাবাহিকতায় ইএইচডি প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা পিএইচডি বরগুনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাক্তার নার্স ওয়ার্ডবয় ইত্যাদি স্বাস্থ্য সেবা প্রদানকারী পেশাজীবীদের জন্য সর্বমোট ৫০০টি সার্জিক্যাল মাক্স, ১২০০ টি সার্জিক্যাল গ্লোভস, ৩০০টি কভারঅল, ১০০টি ফেসশিল্ড, ১২টি হ্যান্ড স্যানিটাইজার ও ৪টি হ্যান্ড ওয়াশিং স্টেশন, ১৮০টি বায়ো হেজার্ট ব্যাগ, ১টি অটোক্ল্যাভ মেশিন, ৮০টি রিফিল লিকুইট সোপসহ ২৩ ধরনের করণা সংক্রমণ প্রতিরোধ সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন। জানা যায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে যুক্তরাজ্যের দাতাসংস্থা ইউকে এইড এর সহযোগিতায় পার্টনারস ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট পিএইচডি বরিশাল বিভাগের তিনটি জেলার মোট আটটি উপজেলায় এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ