বিনোদন ডেস্কঃ ভারতের দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষায় সপ্তম স্থান পেয়েছিলেন। পদার্থবিজ্ঞানের অলিম্পিয়াডে জয়ী হয়েছিলেন। হতেই পারতেন মেধাবী, উচ্চপদস্থ চাকুরে। কিন্তু তার পরিবর্তে সুশান্ত সিংহ রাজপুত বেছে নিয়েছিলেন রূপালি দুনিয়াকেই।
ক্যারিয়ার ভালোই এগিয়ে যাচ্ছিলো। কিন্তু মাঝে একে একে তার বেশ কিছু ছবি হাত ছাড়া হয়ে যায়। অবসাদে ভুগতে থাকেন । গত মাসের ১৪ তারিখ সুশান্তের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ তার মৃত্যুর তদন্ত শুরু করে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার যশরাজ ফিল্মস-এর কর্ণধার আদিত্য চোপড়াকে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ। শনিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত, টানা তিন ঘণ্টা আদিত্য চোপড়াকে জেরা করা হয় বলে জানা যায়।