• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারে পানি কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অসুস্থ রোগীর চিকিৎসায় জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের আর্থিক সহায়তা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে চেয়ার ছোড়াছুড়ি, সুপারের কক্ষে মারল ৩টি তালা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কালীগঞ্জে যুবককে হত্যার অন্যতম আসামি বাউফলে র‍‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। রামগতিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি নেতা সোহেল-নবীউল্লাহসহ ১১০ জনকে অব্যাহতি,,,,,,দৈনিক ক্রাইম বাংলা শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ২৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ,,,,দৈনিক ক্রাইম বাংলা

শিবগঞ্জে বঙ্গবন্ধু প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১২৩ পঠিত
আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

খেলা ধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্য নিয়ে চককীত্তি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারের, উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়ন লহলামারী সাহেবগ্রাম ঈদগাহ মাঠে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। (০২ রা মার্চ ২০২৪ ইং) শনিবার বিকেলে ফাইনাল খেলায় আমিনুল ইসলাম (চুটু সর্দার) এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৫ নং চককীত্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা,

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ জহির রায়হান,মেডিকেল অফিসার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ, মোঃ সৈবুর রহমান মন্ডল পরিচালক মন্ডল ট্রেডাস চককীত্তি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ, চককীত্তি ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, চককীত্তি ইউনিয়ন, ৬ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি কাইয়ুম রেজা সুখন, দুর্বা মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক এমদাদুল হক,এইচ আর ইঞ্জিনিয়ারিং এর পরিচালক শহিদ হাবিবুল্লাহ আল মাহমুদ ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল ইসলাম বাবলু, প্রমূখ সহ বিভিন্ন স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন,

এসময় বক্তারা বলেন, লহলামারী সাহেবগ্রামে খেলার জন্য সরকারি কোন মাঠ না থাকায় এই এলাকার মানুষ ঠিক মত খেলাধুলা করতে পারছেন না, এলাকা বাসীর প্রানের দাবি লহলামারী সাহেবগ্রামে একটি খেলার জন্য সরকারি মাঠ চাই।

চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা বলেন, লহলামারী সাহেবগ্রামে খেলার জন্য একটি সরকারি মাঠের দাবি আপনারা জানিয়েছেন, আমি বর্তমান সংসদ সদস্য ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুলের কাছে আপনাদের দাবি তুলে ধরব, এবং আপনাদের একটি মাঠের ব্যবস্থা করে দিবো ইনশাল্লাহ।

ফাইনাল খেলায় পাওয়ার ক্রিকেট একাদশ বনাম লহলামারী ক্রিকেট একাদশ অংশ গ্রহণ করেন, নির্ধারিত ১২ ওভারে পাওয়ার ক্রিকেট একাদশ ১০ উইকেটে ৬৩ রান সংগ্রহ করে, ৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লহলামারী ক্রিকেট একাদশ ১২ ওভারে ৪৪ রানে অলআউট হয়ে যায়, ফলে ১৯ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পাওয়ার ক্রিকেট একাদশ,

খেলাটি পরিচালনা করেন, দুই জন অভিজ্ঞ রেফারি, কামরুজ্জামান বাবুল,ও নিয়ামত আলী মাষ্টার, ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন, রানীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কফিল উদ্দিন রুবেল, আমিনুল ইসলাম ও শহিদুল ইসলাম ,

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৯০০০/- ও রানার্স আপ দলকে ৫০০০/- টাকা পুরস্কার হিসেবে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ