মোঃ রিপন সাভার প্রতিনিধি : সাভারে আরও আটজন পোশাক শ্রমিকের করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে সাভারে ২০ পোশাক শ্রমিকসহ করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে।
মঙ্গলবার (৫ মে) বিকেলেদৈনিক ক্রাইম বাংলাকে এতথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়েমুল হুদা।তিনি জানান, সোমবার (৪ মে) সাভার থেকে ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার আসা প্রতিবেদনে এদের মধ্যে আট জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা সবাই পোশাক শ্রমিক। তিনি আরও জানান, সাভার উপজেলায় সর্বমোট নমুনা পরীক্ষা করা হয় ৬১৭টি। এর মধ্যে ৪৪ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। অন্যদিকে ৪৪ জনের মধ্যে ২০ জন বিভিন্ন পোশাক কারখানার কর্মী, একজন চিকিৎসক, একজন ইন্টার্ন ম্যাট ও অন্যরা সাধারণ মানুষ।
You cannot copy content of this page