কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-“মাছ উৎপাদন বৃদ্ধির করি,সুখী সমৃদ্ধ দেশগড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছ। বুধবার সকালে সদর উপজেলা পরিষদের পুকুরে প্রধানঅতিথি হিসেবে এ মাছের পোনা অবমুক্ত করন করেন জেলা প্রশাসকমোঃ হারুন অর রশীদ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জাউমাম উদ্দিন,জেলা মৎস্য অফিসার ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা সিনিয়রমৎস্য অফিসার মাহবুবুর রহমান ও মৎস্য খামার ব্যবস্থাপক ড.মনাশীষ চৌধুরী প্রমূখ।#,
আত্রাইয়ে ইসরাফিল আলম এমপির রোগ মুক্তি কামনায় দোয়া মহাফিল।
কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম সুস্থ্যতা ও রোগমুক্তি কামনা করে আত্রাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রেসক্লাব অফিস প্রাঙ্গনে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন এর সভাপতি একেএম কামাল উদ্দিন টগর ও সাধারণ সম্পাদক সরদার উত্তাল মাহমুদের সঞ্চলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের আত্রাই উপজেলা প্রতিনিধি প্রভাষক রুহুল আমিন।উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃআব্দুল জব্বার, সহ সভাপতি প্রফেসর আজাহার আলী, সহ-সভাপতি রওশন আরা পারভীন শিলা,যুগ্ন- সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মালেক কোষাধক্ষ্য কাজী রহমান,সাহিত্য বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন মন্ডল, সদস্য রেজাউল করিম, তানজিম আহম্মেদ সুমন, আতিকুর রহমান,জামিল হোসেন,তাপস কুমার সহ বিভিন্ন ব্যবসায়িক, সুধীজন ও বিভিন্ন সংগঠনের গন্যমান্য ব্যক্তিগন।উক্ত মিলাদ মাহফিলে আত্রাই-রাণীনগরের সংসদ সদস্য ইসরাফিল আলমের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেস ইমাম ও আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ্ব মাওলানা শাহিনুর রহমান বাকি।প্রসঙ্গ ইসরাফিল আলম এমপি অনেক দিন যাবৎ ঢাকায় স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।