এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ চিহ্নিত ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পটুয়াখালী ডিবি পুলিশ জানান, পটুয়াখালী পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম’র দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে রোববার (১০ই মার্চ) এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় ফোর্সসহ পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ইসলামপুর খেয়াঘাটে মোঃ আব্দুল গনি হাওলাদারের মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে মাদক কারবারি মোঃ সজিব মৃধা (২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম মৃধা, সাং-ফেদাই নগর, ৭নং ওয়ার্ড, জৈনকাঠী ইউপি, থানা ও জেলা-পটুয়াখালীকে আটক করা হয়। এসময় তার ডান হাতে ০১টি লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে একই তারিখের একইদিন পটুয়াখালী উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মরিচবুনিয়ার জণৈক মজিবর মাতুব্বরের পতিত জমির দক্ষিন পূর্ব পাশে থেকে মাদক কারবারি ১। মোঃ বশির মৃধা (৪০), পিতা-মৃত আঃ আজিজ মৃধা, মাতা-মোসাঃ সাফিয়া বেগম, ২। মোঃ মিজানুর রহমান সিকদার (৪২), পিতা-মৃত আঃ মন্নান সিকদার, মাতা-মোসাঃ কহিনুর বেগম, উভয় সাং-মরিচবুনিয়া, ৬নং ওয়ার্ড, মরিচবুনিয়া ইউপি, থানা ও জেলা-পটুয়াখালীদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এব্যাপারে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।