• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

বাউফলে বিপুল পরিমাণ চাপিলা মাছ জব্দ সহ আটক ৩জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ১০৩ পঠিত
আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা আইস ফ্যাক্টরী থেকে বিপুল পরিমাণ চাপিলা মাছ (জাটকা ইলিশ) জব্দ সহ ৩ জন অসাধু মাছ কারবারিকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে জেল ও মাছগুলো বিতরণ করা হয়েছে।

কালাইয়া নৌ পুলিশ জানান, সোমবার (১১ই মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাউফল মৎস্য দপ্তর ও কালাইয়া নৌ পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। এসময় কালাইয়া লঞ্চঘাট সংলগ্ন পূর্ব পাশে মেঘনা আইস ফ্যাক্টরী থেকে ১০ ড্রাম চাপিলা মাছ (জাটকা ইলিশ) জব্দ করে এবং মাছের সাথে জরিত থাকা অসাধু মাছের কারবারি ৩ জনকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন ১/আব্দুল লতিফ খাঁ (৪৫), পিতা মোঃ শাহজাহান খাঁ, গ্রাম- চন্দ্রদ্বীপ ৬নং ওয়ার্ড, বাউফল। ২/মোঃ ইব্রাহিম খাঁ (৩২), পিতা মোঃ মন্নান খাঁ, গ্রাম- চরমিয়াজান ২নং ওয়ার্ড, চন্দ্রদ্বীপ, বাউফল। ৩/মোঃ স্বপন মোল্লা (২৫), পিতা মোঃ সিদ্দিক মোল্লা, বাশ বাড়িয়া ৮নং ওয়ার্ড, দশমিনা।

এবিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান বলেন, ওই অসাধু মাছ কারবারি ৩জনকে আটক প্লাস মাছগুলো জব্দ পূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী কে অবগত করা হলে তিনি দ্রুত এসে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি চত্বরে জনসম্মুখে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর জব্দকৃত মাছগুলো উপজেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সহ স্থানীয় গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। আমাদের এধরনের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ