• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচনের আগেই গণভোট বাতিল ও তিন উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের,,,, দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের হাতে—আমীর খসরু,,, বাউফলে এমপি শহিদুল আলম তালুকদারের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সহধর্মিণী/দৈনিক ক্রাইম বাংলা।। কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসা/দৈনিক ক্রাইম বাংলা।। নবগঠিত কমিটির পরিচিতি ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা,,, গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না”— বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত সনদ নিজেই লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ,,, জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ৪৯ নওগাঁ-৪ (মান্দা) সংসদীয় আসনের ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু—-দৈনিক ক্রাইম বাংলা। জুলাই গণঅভ্যুত্থানের আহত গাজী সালাউদ্দিন মারা গেছেন,,,

কলাপাড়ায় হাসপাতাল ভবনের ইট আত্মসাত ও অনিয়মের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৩৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারী হাসপাতালের পুরাতন ভবনের ইট আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া গাড়ির গ্যারেজ তৈরীর টাকা নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। তবে, এসকল বিষয়ে কর্তৃপক্ষ যেনো উদাসিন। দায়সাড়া উত্তর মিলছে তাদের। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে সচেতন মহলে।
জানা যায়, হাসপাতালের দু’টি পুরাতন ভবন পরিত্যাক্ত হলে নিয়মানুযায়ী দরপত্র আহŸান করা হয়। তবে, উপযুক্ত মূল্য না পাওয়ায় ভবন দু’টি অবিক্রিত রয়ে যায়। এতে হাসপাতালের কতিপয় অসাধূ ব্যক্তিদের যোগসজসে পরিত্যক্ত ওই ভবনের ইট আত্মসাত করা হয়। ভবন দু’টির সামনের অংশ ঠিক থাকলেও পিছনের অংশ থেকে বেশিভাগ ইট উধাও হয়ে যায়। অথচ বিষয়টি যেনো কারো নজরেই আসেনি এমনই দায়সাড়া উত্তর দেন কর্তৃপক্ষ। এদিকে, হাসপাতালের গাড়ির রাখার গ্যারেজ নির্মাণ ও মেরামতের জন্য মোটা অংকের বাজেট আসে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তবে, সেই বাজেটের অনিয়ম করে পশু প্রজননের পুরাতন এআই শেট ঘড়কে গ্যারেজ হিসেবে দেখানো হয়। এতে মোটা অংকের একটি অংশ হরিলূট হয়েছে বলে মনে করছেন অনেকে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে হাসপাতালটি পরিচালনা করায় এধরনের একাধিক অনিয়ম হচ্ছে বলে সূত্রটি জানায়।
এসকল বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত জেলা ভেটোনারী অফিসার ডা. জামাল উদ্দিন দায়সাড়া জবাব দিয়ে বলেন, কিছুদিন হলো এ হাসপাতালের অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। কে বা কাহারা ভবনের ইট নিয়ে গেছে তা বলতে পারছি না। তবে, বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ