• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত। নওগাঁয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকরামুলকে বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।। পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার ব্রাক্ষনগাঁও শাখার উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁয় মান্দার বর্দ্দপুরে নবনির্মিত মসজিদ উদ্বোধন করলেন ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করায় জামায়াতের প্রার্থী শোকজ/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার খাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।।

২০ লক্ষ টাকার মাছ নিধন বরগুনায় পুকুরে বিষ দিয়ে।

রিপোর্টার: / ৫২২ পঠিত
আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা উপজেলায় শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরেছে দুর্বত্তরা । গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাথরঘাটা থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি ৬নং কাকচিড়া ইউনিয়নের পুর্ব বাইনচটকী গ্রামের খবির আহম্মেদ এর ছেলে আনোয়ার হোসেন। স্থানীয়রা জানান মৎস্য চাষি আনোয়ার হোসেন বাড়ির পাশে প্রায় ১০০ শতাংস জমির উপর মৎস্য খামাড় গড়ে তুলেন। এ আয়ে চলে তার সংসারসহ ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ। ইতিপুর্বেও আনোয়ার হোসেনকে অর্থিক ভাবে ঘায়েল করতে প্রতিপক্ষর কিছু লোকজন হুমকী দিত। এরই জের ধরে গভীর রাতে ওই পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) ছিটিয়ে প্রায় ১৫ লাখ পোনা মেরে ফেলে দুর্বত্তরা। এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়। এ বিষয় ভুক্তভুগি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ২০বছর যাবত ১(একর) জমিতে পোনা মাছ চাষ করি। আজ সকালে পুকুর থেকে মাছ মরা পানির দুর্গন্ধ পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছের পোনা মরে ভেসে উঠে। এতে প্রায় ২০ লক্ষ্য টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি আনোয়ার হোসেন আরও বলেন, মাছ না মেরে আমাকে মেরে প্রতিশোধ নিলেও পরিবারের ছেলে মেয়েরা বেঁচে যেত। মাছ মেরে আমার পুরো পরিবারকেই মেরে ফেলেছে। এবার না খেয়ে মরতে হবে। তিনি ঘাতকদের কঠোর শাস্তি দাবি করেন। পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন ঘটনা শুনেছি থানা থেকে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ