কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁর পোরশায় বিষাক্ত সাপের কামড়ে নাজরিন বেগম (25)ও তার মেয়ে সোনালী পাখি নামে (3)বছরের শিশুর কন্যার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার নিতপুর তলাগানইর খন্দকার পাড়া গ্রামের মোজাহারুল ইসলামের স্ত্রী ওতার মেয়ে। স্থানীয় ওয়াড সদস্য সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো নিজ শয়ন কক্ষে শুয়ে থাকা অবস্থায় তাদের দু’জনকে বিষাক্ত সাপ কামড় দেয়। রাতেই স্থানীয় ওঝা দ্বারা তাদের ঝাড়ফুক দিলেও কোন কাজ না হওয়ায় পরদিন বুধবার সকালে তাদেরকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে উভয়ের মৃত্যু হয় বলে জানা যায়।
|
You cannot copy content of this page