• শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পানপট্টি-বোয়ালিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে হাজারো বাসিন্দা/দৈনিক ক্রাইম বাংলা।। সামছুউদ্দিন রাজুকে সভাপতি ও তারিকুল ইসলাম কে সম্পাদক করে গাজীপুর জেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র’র আংশিক কমিটি গঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আওয়ামীলীগের ক্লিন ইমেজের ১৫ জনের বিএনপিতে যোগদান/দৈনিক ক্রাইম বাংলা।। হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে কলাপাড়ায় শান্তি সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় রাস মেলা উদযাপন কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়া টিয়াখালী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জলিলের বিদায়/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশে চালু হলো টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’ শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার বিভিন্ন এলাকায বান্দরবানে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমপি আনার কন্যা ডরিনের দাবি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৪৬ পঠিত
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন দাবি জানিয়েছেন চাপের মুখে যাতে সঠিক তদন্ত বন্ধ করা না হয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে মন্ত্রীর কাছে এ দাবি জানান তিনি।

ডরিন বলেন, আমি শুনেছি, অপরাধীদের বাঁচাতে তদবির হচ্ছে। আমরা চাই, কোনো চাপে যাতে বিচার ব্যাহত না হয়। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন যে অপরাধীদের ছাড় দেওয়া হবে না। ডরিন সাংবাদিকদের বলেন, ‘আমি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আঙ্কেলের কাছে এসেছি যে আমার বাবা যে হত্যাকান্ডের শিকার হয়েছেন সেটার যাতে সঠিক বিচার হয় সঠিক বিচারটা যাতে আমাকে নিশ্চিত করে, সেই দাবি জানাতে।

জিজ্ঞাসাবাদের জন্য এরইমধ্যে অনেককে আটক করা হয়েছে আমি শুনেছি, অপরাধীদের বাঁচাতে অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে। তাদের যেন ছেড়ে দেওয়া হয় সে জন্য চেষ্টা করা হচ্ছে যোগ করেন আনারের মেয়ে। তিনি বলেন, কোনো তদবিরের চাপে পড়ে এই হত্যাকান্ডের বিচার যাতে বন্ধ করার চেষ্টা না করা হয় সেই দাবি জানিয়েছি। আমি সঠিক বিচার চাই।

আমি বলতে চাই গিয়াস বাবু নামে যাকে আটক করা হয়েছে তিনি বাবার প্রতিপক্ষ না। আমাদের সঙ্গে তার কোনো শত্রুতাও নেই। আমার মনে অনেক প্রশ্ন জাগছে। গেল ১৭ তারিখে তার সঙ্গে ভাঙ্গায় দেখা হয়েছে সেখানে একটা টাকা দেওয়ার লেনদেনের কথা উঠেছে, যা আমি খবরে শুনেছি। আমার কথা হলো, এই টাকার যোগানদাতা কে? কেনো তারা এটা করিয়েছিল আপনারা দেখেছেন, তাকে আটকের আগে থানায় তিনি জিডি করেছেন যে তার তিনটি ফোন হারিয়েছে গেছে। একই দিনে একজন মানুষের তিনটি ফোন কীভাবে হারিয়ে যায় সেটাও আমার প্রশ্ন। এগুলো কী পরিকল্পিত ভাবে করা হয়েছে সে তো আমার বাবার শত্রু না। এই কাজ গুলো কে করাচ্ছে, সেটা আমি বারবার বলেছি।

ডরিন বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে। অবশ্যই তাদের কাছে সত্যিকারের কোনো তথ্য প্রমান আছে, সেটা আমি নিজেও জানি। সেই প্রমানের সাপেক্ষেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আসলে আমি এই হত্যাকান্ডের বিচার চাই। সঠিক তদন্তের মাধ্যমে আইনে যেভাবে বলা হয়েছে সেভাবে যাতে আমার বাবার হত্যার বিচার করা হয় আমি সেই দাবি জানিয়েছি। আমি শুনেছি, অনেক তদবির করা হচ্ছে। অনেক বড় বড় জায়গা থেকে ফোন আসছে, তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য।

তিনি বলেন, সঠিক বিচারের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া  হবে না। যেটা আইনে আসবে, যেটা সত্য, সেটার বিচার হবে। আমি বিশ্বাসকরি, অপরাধীদের তিল পরিমাণ ছাড় দেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ