• মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দ্বিপক্ষীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন -বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান:মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি/ক্রাইম বাংলা।

সম্পাদকীয় / ১২৫ পঠিত
আপডেট: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪


শেখ হাসিনা সরকারের পতনের পর প্রাণ বাঁচাতে অনেক থানা শূন্য করে চলে যান পুলিশ সদস্যরা। পরদিন থেকে সারা দেশে কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ পুলিশ অধস্থন কর্মচারী সংগঠন। ফলে সারাদেশের সব থানা পুলিশ শূন্য হয়ে পড়ে। এতে জাতীয় জরুরি সেবার কার্যক্রমও মারাত্মক ব্যাহত হচ্ছে। এরপর থেকেই মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক। রাতে অলি-গলিতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা দল বেঁধে পাড়া-মহল্লায় পাহারা দিচ্ছে। মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা ও অন্যান্য এলাকায় ডাকাতির খবর ছড়িয়ে পড়েছে এবং সেনাবাহিনীর সহায়তায় পুলিশ বাহিনী পুনর্গঠনের চেষ্টা চলছে, তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কিছু পুলিশ কর্মকর্তা ও সদস্যরা কাজে যোগদান করতে শুরু করেছে। আশাকরি পরিস্থিতি স্বাভাবিক হবে। কতটি থানার কার্যক্রম শুরু হয়েছে তাৎক্ষণিকভাবে জনসংযোগ শাখা থেকে তা বলা যায়নি। পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হলেও থানাগুলোতে পুলিশের উপস্থিতি নেই। দেশের থানাগুলো এখন কার্যত অচল। কিছু থানার নিরাপত্তায় আনসার মোতায়েন করা হয়েছে। আবার কিছু থানা পাহারা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। রাষ্ট্রীয় সম্পদ, জননিরাপত্তা, জনশৃঙ্খলা, অপরাধ দমন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের লক্ষ্য নিয়ে এ সেবা কার্যক্রম চালু করা হয়। যেকোনো অপরাধে কেউ আক্রান্ত হলে ৯৯৯ নম্বরে ফোন করলে নিকটতম থানা থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থলে হাজির হয় এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। অনেক থানা পুলিশশূন্য হয়ে পড়ায় সেটি করা সম্ভব হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি। গত কয়েক দিনে ৯৯৯ নম্বরে যেসব কল এসেছে, সেগুলোর বেশির ভাগই লুটপাট, অগ্নিসংযোগ, ডাকাতি ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ। অল্প কিছু ছিল পারিবারিক নির্যাতনের ঘটনা। এখন যাঁরা ৯৯৯ নম্বরে কল করছেন, তাঁদের বলা হচ্ছে, থানায় পুলিশ সদস্য নেই। এমনকি থানাগুলোয় পুলিশ সদস্যরা আক্রান্ত হওয়ার পর কল করেও যথেষ্ট সহায়তা পাওয়া যায়নি। সহযোগিতার জন্য কল করা ব্যক্তিদের সেনাবাহিনী থেকে সরবরাহ করা নম্বর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কার্যক্রমটিকে এখন সচল করে তোলা জরুরি হয়ে পড়েছে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা আশা করব, এর মধ্য দিয়ে দ্রুত জরুরি সেবাটি আবার চালু হবে এবং পুলিশ আবারও ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়াবে। সর্বদা নেয় ও সত্যের পথে থাকবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ