
মোঃজুলহাস মিয়া,জেলা প্রতিনিধিঃর্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ০৬/০৮/২০২০ইং তারিখ বিকাল আনুমানিক ০৫.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী জেলার দুমকী থানার পাগলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বাসে মধ্যে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং মোটর সাইকেল এর চালক হেলমেট পরিধান না করার অপরাধে, ১। মোঃ রাসেল (২৭), পিতা-মশিউর রহমান, সাং-আঠার গাছিয়া, থানা- দুমকী, জেলা-পটুয়াখালীকে ২০০/- টাকা, ২। মোঃ জুয়েল (২৮), পিতা-মোঃ আলতাপ হাওলাদার, সাং-কার্তিক পাশা, থানা- দুমকী, জেলা-পটুয়াখালীকে ২০০/- টাকা, ৩। মোঃ শাকিল মোল্লা (২১), পিতা- মোঃ খলিল মোল্লা, সাং-জৈনকাঠি, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ২০০/- টাকা, ৪। মোঃ মনিরুল ইসলাম (৩২), পিতা- মোঃ নুরুল ইসলাম হাওলাদার, সাং-বালু বুনিয়া, থানা-দুমকী, জেলা-পটুয়াখালীকে ২০০/- টাকা, ৫। মোঃ সুমন হাওলাদার (৩০), পিতা- মোঃ আঃ মজিদ হাওলাদার, সাং-লেবুখালি, থানা-দুমকী, জেলা-পটুয়াখালীকে ২০০/- টাকা, ৬। মোঃ শামিম আহম্মেদ (৪০), পিতা-মৃত এম এ বারী, সাং-কাউকালী, থানা-সদর, জেলা-বরিশালকে ২০০০/- টাকা, ৭। মোঃ বাচ্চু সরদার (৩৫), পিতা-মাজেদ সরদার, সাং-নয়াকান্দি, থানা-রাজজের, জেলা-মাদারীপুরকে ২০০০/- টাকা, ৮। মোঃ বাদল (৩৮), পিতা-আঃ রহমান, সাং-নতুন হাট, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১০০০/- টাকা, ৯। মোঃ আঃ রহিম (৪০), পিতা-মৃত হরসুজ আলী হাওলাদার , সাং- লাজুড়, থানা-সদর, জেলা-বরগুনাকে ১০০০/- টাকা, ১০। মোঃ মিজানুর রহমান (৩০), পিতা- মোঃ আলমগীর হোসেন মৃধা, সাং- দুমকী, জেলা-পটুয়াখালীকে ২০০/- টাকা, ১১। মোঃ কাওছার আহম্মেদ (২৮), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-হরিনারায়ন পুর, থানা- ইসলামি বিশ্ববিদ্যালয়, জেলা- কুষ্টিয়াকে ১০০০/- টাকা এবং ১২। মোঃ অলিউল্লাহ (২২), পিতা-মোঃ বশির হাওলাদার, সাং-চলাভাংগা, থানা-আমতলী, জেলা-পটুয়াখালীকে ২০০০/- টাকা সহ সর্বমোট ১০,২০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আলাউদ্দিন, এবং সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহবুবুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) এবং মোটর যান আইন এর ৯২ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন বলে জানা যায়।