তপু সরকার খুলনাঃখুলনার দাকোপে মাদকদ্রব্য গাঁজা সহ এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে দাকোপ থানা পুলিশ। দাকোপ থানাধিন বানিশান্তা পতিতালয়ের (ব্রথল) ডলি বেগম এর ঘর থেকে অদ্য তাং-১১/৮/২০ ইং, আনুমানিক ২১ঃ৪৫ ঘটিকার সময়ে ১ কেজি ৪.৫০ গাঁজা সহ মাদক ব্যাবসায়ী ডলি বেগম কে হাতেনাতে আটক করেছে। ডলি বেগম (৬৫) স্বামি – মৃত আঃ মান্নান, মাতা- মৃত আমেনা বেগম গ্রাম- বানিশান্তা ( ব্রথল)৫ নং ওয়ার্ড, থানা-দাকোপ, জেলা – খুলনা। এ এস আই মোঃ আবু জাফরের নেতৃত্বে সঙ্গীও ফোরস এ এস আই মনির,এ এস আই রবিউল,কং-উদয় কুমার ও নারি কং- মুক্তা এই অভিযান পরিচালনা করেন। ডলি বেগমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাকোপ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।