মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া ::
বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য কর্মকর্তার অভিযান টিম।
সারাদেশের ন্যায় বানারীপাড়ায়ও চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তর ও বানারীপাড়া থানা পুলিশের সহযোগিতায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু অসাধু জেলেরা থেমে নেই তারা মৎস নিধন করেই চলছে। অসাধু জেলেরা একতা বদ্ধ হয়ে মৎস শিকার করে। মৎস শিকারের সময় জেলেদের তাড়া করে আটক করতে গেলে অনেক সময় মৎস দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীদের আক্রমণের শিকার হতে হয়।
উপজেলক মৎস্য কর্মকর্তা জানান, উপজেলা মৎস্য দপ্তর ও বানারীপাড়া থানা পুলিশের সহযোগিতায় সকলে মিলে তাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে ২ জন জেলে আটক হয়েছে।উপজেলা মৎস দপ্তর থেকে জানান যে তরফ থেকে চেষ্টার কোন কমতি নেই। ১৬ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ডা.অন্তরা হালদার মৎস্য দপ্তরের অভিযান কার্যক্রম পরিদর্শন করেন। তার বিভিন্ন দিকনির্দেশনা মোতাবেক অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান উপজেলা মৎস দপ্তর।
১৯ অক্টোবর অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুসতাসিন রহমান অনিদ্র,
উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, কাজল রেখা, গননাকারী প্রসেনজিৎ বড়াল, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার ও এনামুল কবির।
উক্ত অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং জালে প্রাপ্ত মাছ এতিমখানায় বিতরন করা হয়েছে।
You cannot copy content of this page