কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। শনিবার রাতে বিএনপি সভাপতির কার্যালয়ে ব্যবসায়ীদের সমস্যা নিয়ে পৌর ব্যবসায়ী সমিতি লিঃ এর সদস্যদের সাথে এ সভা করা হয়। ০৫ আগস্ট পরবর্তী সময় থেকে এ পর্যন্ত ব্যবসায়ীরা সার্বিক নিরাপত্তায় ব্যবসা বানিজ্য চালিয়ে আসার জন্য উপজেলা ও পৌর বিএনপির প্রতি সাধুবাদ জানায় ব্যবসায়ী নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে সৌহার্দ্য সম্প্রীতির কলাপাড়া বিনির্মানে ব্যবসায়ীদের সকল সমস্যা নিরসনে সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন হাজী হুমায়ুন সিকদার।
ব্যবসায়ীদের ডিসিআর সমস্যা, পৌর শহরে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তায় চারটি টিউবয়েল নির্মানের সমস্যা সহ ব্যবসায়ী সমিতি ২০ লাখ টাকা ভবন নির্মানকালীন দেনার কথা জানান ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের পাশে থেকে তাদের সকল সমস্যা নিরসনে বিএনপি উপজেলা সভাপতি হাজী হুমায়ুন সিকদার সহ নেতৃবৃন্দ সমাধানের আশ্বাস দেয়ায় হতাশ ব্যবসায়ীরা আশ্বস্ত হয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্সী, বিএনপি উপজেলা সাধারন সম্পাদক অ্যাড.হাফিজুর রহমান চুন্নু তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড.খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, উপজেলা মৎস্যজীবী দল সাধারন সম্পাদক ফখরুল আলম,পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল প্রমুখ। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সহ সভাপতি বিল্লাল হোসেন কাবুল, সহ সাধারন সম্পাদক রেহান উদ্দিন রেহান, সৈয়দ রাসেল, উপজেলা ছাত্রদল সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিনুল ইসলাম ফাহিম প্রমুখ।