• রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার,,,,দৈনিক ক্রাইম বাংলা দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা

ইদ্রিস মোল্লার ব্রিকস এর পাতানো ব্রীজের নীচে পড়ে ১ শ্রমিকের মৃত্যুসহ আহত-৪ মাদারীপুরে।

রিপোর্টার: / ৩৩৫ পঠিত
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২০

মোঃ রাজু আহ‌ম্মেদ,মাদারীপুর জেলা প্রতি‌নি‌ধিঃইটভাটায় নিজিস্ব পাতানো ব্রীজ ভেঙ্গে, ইট ভাঙ্গার মেশিনের নিচে পড়ে পানিতে ডুবে সজল বেপারী(৩০) নামে এক শ্রমিকের মৃত হয়েছে। শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার, চরমুগরিয়া হাজরাপুর ব্রীজের পাশে মের্সাস ইদ্রিস মোল্লা ব্রিকস-২ নামের ইটভাটার মাঝে ছোট শাখা, খালের উপর নিজিস্ব পাতানো ব্রীজ ভেঙ্গে পড়ে। এই দুর্ঘটনা ঘটে, নিহত সজল বেপারী মাদারীপুর পৌরসভার মধ্য খাগদী এলাকার ইনছু বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, প্রতিদিনের মত শনিবার কয়েক জনের সাথে ইদ্রিস মোল্লার। ব্রিকস-২ তে ইট ভাঙ্গার কাজে আসে সজল’ তবে ইট ভাটার মাঝে একটি ছোট শাখা খাল রয়েছে যার অপর পাশে ইটভাটার ইটভাঙ্গার কাজ করা হয়। অন্য পাশ থেকে এপাশে আসার সময় ব্রিকসের পাতানো ব্রীজ ভেঙ্গে ইটভাঙ্গার মেশিনের নিচে পানিতে ডুবে যায় এতে অন্য শ্রমিকরা আহত অবস্থায় ৪জন উঠতে পারলেও ঘটনাস্থলে মৃত হয় সজল নামে ঐ শ্রমিকের। এতে সজলের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সজলের ৮মাসের অন্তসত্তা স্ত্রী রয়েছে, শোকে বার বার মুর্জা যাচ্ছে।
মোল্লা ব্রিকস ইদ্রিস মোল্লা ফোনে জানান, আমি ঐ ব্রীজ ভ্যান নেয়ার জন্য বানানো হয়েছে। এই দায় কেমনে আমার হয়। তাদেরতো আমরা ঐ ব্রীজ দিয়ে ইটভাঙ্গা মেশিন নিতে বলা হয় নাই।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মো. বদরুল আলম মোল্লা জানান, আমরা শুনেছি পুুিলশ ঘটনাস্থলে পরিদর্শন করে তদন্ত পুূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ