মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধ।
বরিশালের বানারীপাড়ায় থানা ইনচার্জ মোস্তফা সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর সন্ধ্যা ৭ ঘটিকায় থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা তার কার্যালয়ে বানারীপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে বানারীপাড়া উপজেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানা ওসি তদন্ত মমিন উদ্দিন, বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম ,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, মোহাম্মদ ইলিয়াস শেখ, মোহাম্মদ জাহিন খালাসী, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঘল সুমন সাফকাত শুভ, সাবেক সহ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাবেক কোষাধ্যক্ষ নুরুজ্জামান পলাশ , সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান মৃধা, তাওহিদুল ইসলাম, সাব্বির আহমেদ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ সাঈদ, প্রমুখ। মতবিনিময় সভায় ওসি মোহাম্মদ মোস্তফা বানারীপাড়াকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত,,ইভটিজিং মুক্ত রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
You cannot copy content of this page