সাদা কালো খামে
আনিয়া রোজী
গীতিকারঃ বাংলাদেশ টেলিভিশন।
এখন আমি মানুষ নই, যেন যন্ত্রণার স্তূপ।
কারণে-অকারণে সময়ে অসময়ে তীব্র বাক্যে
থাকতে হয় চুপ।
জীবনের কোন এক সময় বেদনার বৈরী সুখ আমায় ডাক দিয়েছিল।
একটু ও বুঝতে পারিনি সেই সুখ ছিল
এক পাহাড় যন্ত্রণার মৌচাক।
আমার মানতে কষ্ট হচ্ছে কোন এক সময় বেদনার বৈরী সুখ আমায় ডাক দিয়েছিল।
সেই সুখের করুন সুর যেন মৃত্যুর ডাহুক।
তবুও এখনো ডাক আসেনি ওপারে যাবার,
আজ কেন মনে হচ্ছে প্রতিটি
মানব যেন হিংসুটে হৃদয়।
নিজের প্রয়োজন মিটিয়ে নেয় আগে,
বিবেচনা নেই কারো কষ্ট কি লাগে।
জ্বালায় জ্বালায় গেঁথেছি মালা কতবার।
বেহেয়া, নির্লজ্জ, নিষ্ঠুর অনুতাপ
আসে যে আবার।
কোন অভিযোগের চিঠি আর
যাবে না কারো নামে।
ওপারে যাবার চিঠি আসে
যেন সাদা কালো খামে।
You cannot copy content of this page