• বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে খালে পাওয়া লাশের রহস্য উদঘাটন, বাবা-মা দুলাভাই’র হাতে মৃত্যু উর্মীর/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারে পানি কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অসুস্থ রোগীর চিকিৎসায় জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের আর্থিক সহায়তা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে চেয়ার ছোড়াছুড়ি, সুপারের কক্ষে মারল ৩টি তালা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কালীগঞ্জে যুবককে হত্যার অন্যতম আসামি বাউফলে র‍‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। রামগতিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি নেতা সোহেল-নবীউল্লাহসহ ১১০ জনকে অব্যাহতি,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর হোসেন পেলেন নজরুল স্মৃতি পদক সম্মাননা পুরস্কার-২০২৪/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৩ পঠিত
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

মোশাররফ হোসাইন রাজু।।

‘বল বীর, বল উন্নত মম শির’– স্লোগানকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে নিয়ে গবেষণা, নজরুল চর্চায় সীমাবদ্ধতা ও তার প্রতিকারের উপায় অনুসন্ধানের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো “নজরুল চর্চা ফাউন্ডেশন”।
রাজধানীর উত্তরাস্থ ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে মনোরম এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে
স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নজরুল স্মৃতি পদক সম্মাননা পুরস্কার-২০২৪ প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্‌ত-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। উদ্বোধন করেন জাতীয় কবির নাতনী কণ্ঠশিল্পী খিলখিল কাজী এবং প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী।
অনুষ্ঠানে সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্‌ত-এর নিকট হতে কবি কাজী “নজরুল স্মৃতি পদক সম্মাননা পুরস্কার ২০২৪” গ্ৰহন করেন কুড়িল কুড়াতলী এলাকার কৃতি সন্তান বিশিষ্ট তরুণ সমাজসেবক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকারকর্মী আজ ট্রাভেলস এর সিইও আতাউর রহমান, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ফাহিম ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রোপাইটর সমাজসেবক নুরুল আমিন, বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকারকর্মী মোঃ আব্দুল মাজিদ এবং বিশিষ্ট সমাজসেবক ও বৃষ্টি এন্টারপ্রাইজে এর প্রোপ্রাইটর আলহাজ্ব মোঃ জাহেদ আলী।অনুষ্ঠানের সার্বিক ব্যবাবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন নজরুল চর্চা ফাউন্ডেশন-এর প্রস্তাবিত কমিটির মহাসচিব মুহাম্মদ মাসুম বিল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সিনিয়র সাংবাদিক-সমাজসেবক ও মানবাধিকারকর্মী মোঃ মোশাররফ হোসাইন রাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লায়ন ড. হারুন উর রশীদ (চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি), এস.এম জাহাঙ্গীর হোসাইন (ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্পেশালাইজড হসপিটাল, উত্তরা, ঢাকা), লায়ন তাজুল ইসলাম নজরুল (মহাসচিব, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন), ডা. মো. মশিউর রহমান (বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক) খিদমাহ হাসপাতাল, খিলগাঁও, ঢাকা, মো. মজিবুর রহমান (বিশিষ্ট সমাজ সেবক), পারভীন নাসের ভাসানী (সভাপতি, মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ), ড. জাহিদ আহমেদ চৌধুরী (উপদেষ্টা, ভিন্নমাত্রা মিডিয়া ভিশন), মো. মোশাররফ হোসেন চৌধুরী (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), আশরাফুল আলম (শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা) ও মোয়াজ্জেম হোসেন আনোয়ার (বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক)। আলোচক হিসেবে বিভিন্ন দিক তুলে ধরেন কবি জেসমীন নূর প্রিয়াংকা, কবি নাজনীন তৌহিদ, কবি হাফসা আলম ও অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম।

নজরুল স্মৃতি পদক বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সবশেষে নজরুল চর্চা ফাউন্ডেশন এর সাফল্য কামনা করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ