• বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁর মান্দা থেকে ১৫ বাসে তারেক রহমানকে বরণ, নেতৃত্বে ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা। নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক কারাত প্রতিযোগিতায় বাংলাদেশ দলের রানার্স আপ ট্রফি অর্জন/দৈনিক ক্রাইম বাংলা। নওগাঁর মান্দার ফেরিঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। জনবিচ্ছিন্ন রাজনীতির বিরুদ্ধে মাঠে ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি,,, জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মান্দায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় খলিশা কুড়ি বাজারে ধানের শীষের পক্ষে সমবায় দলের গণসংযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। সড়ক নির্মাণে অনিয়ম! দীর্ঘ দিন বন্ধ থাকার পর কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ/দৈনিক ক্রাইম বাংলা।। বিজয় দিবসে মান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা/দৈনিক ক্রাইম বাংলা।।

কলাপাড়ায় পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলাপাড়া পৌর শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে ৯নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ৯নং ওয়ার্ডের হাজী রেজাউল মল্লিক রাইস মিল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলাপাড়া পৌর বিএনপির (৯ নং ওয়ার্ড) সভাপতি মাওলানা আবদুল আউয়াল তালুকদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাদল মৃধা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। সভার উদ্বোধন করেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। প্রধান বক্তার বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, কলাপাড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো.হাসান সিকদার, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম, পৌর মহিলাদল নেত্রী ফারজানা সাম্মী ফ্লোরা, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক গাজী রাশেল নাঈম প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন প্যাদা, উপজেলা মহিলা দলের সভাপতি লিলি বেগম, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সজল বিশ্বাস, মো.সোহেল সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, ০৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি(সাবেক) মো.জসিম হাওলাদার, পৌর শ্রমিক দল’র সদস্য সচিব সোয়েবুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ