• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইভটিজারকে জুতা পেটা শেষে মাথা ন্যাড়া করে দিলেন বিক্ষুব্ধ জনতা/দৈনিক ক্রাইম বাংলা।। ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। তরমুজবোঝাই ট্রলারে ডাকাতের হামলা, গণপিটুনিতে ডাকাত নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করিনি। আমাকে বাধ্য করা হয়েছে’- চিরকুট লিখে আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। আছিয়ার ধর্ষণকারী সহ সকল ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে–হিট ফাউন্ডেশন/দৈনিক ক্রাইম বাংলা।। আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে: প্রধান উপদেষ্টা,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের,,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা দেশের সার্বিক কল্যাণে সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক বেশি: মির্জা আব্বাস,,,,,দৈনিক ক্রাইম বাংলা শাশুড়ির ১০ লক্ষ টাকা নিয়ে জামাই উধাও অতঃপর  থানায় অভিযোগ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাত দিনের মধ্যে এ মামলা প্রত্যাহার না হলে কলাপাড়াকে অচল করে দেয়া হবে।বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।।


দীর্ঘদিন ধরে চলছে কুয়াকাটা রমরমা দেহ ব্যবসা হোটেল ম্যানেজার সহ ৫ জন আটক।

রিপোর্টার: / ৪৬৯ পঠিত
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০


মনির হাওলাদার মহিপুর প্রতিনিধিঃ সাগরকন্যা কুয়াকাটার আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে চলছে রমরমা দেহ ব্যবসা। অভিযানে পতিতা, খদ্দের ও হোটেল ম্যানেজার সহ ৫জনেক আটক করেছে মহিপুর থানা পুলিশ।কুয়াকাটায় সরকারি ঝিনুক ডাকবাংলো নামক হোটেল থেকে  যৌনকর্মীদের একটি দলকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (০৯ সেপ্টেম্বর) রাত ১০টায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারককৃতরা হলেন, ম্যানেজার মোঃ জুয়েল (৩০) তালতলী উপজেলার খদ্দের মোঃ ফয়সাল (২৫) মোঃ সোহেল (১৮) সহ দুইজন যৌনকর্মী।হোটেলের পরিচালক মোঃ এনায়েত হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।সরেজমিনে দেখা যায় , আবাসিক হোটেল ঝিনুক ডাকবাংলোয় লিজ নিয়ে দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছে, বাউফলের পৌর মেয়র মোঃ জুয়েল। যৌনকর্মীররা জানান, তারা স্থায়ীভাবে ঝিনুক ডাকবাংলোয় ম্যানেজারের মদদে ব্যবসা করে আসছেন। তারা সুকৌশলে সমুদ্রপারে ছাতা বেঞ্চে বসে  ও বিভিন্ন স্থান ব্যবহার করে পর্যটক ও স্থানীয় খদ্দের জোগাড় করে, অপর একটি দলের মাধ্যমে। তাদের আটক করা সম্ভব হয়েছে ।অন্য একটি গোপন সূত্রে জানা যায় আরো অন্যকিছু দল রয়েছে যাদের কে স্থানীয় কিছু   ছদ্মনামী  নেতাকর্মী দলীয় প্রভাব খাটিয়ে এ দেহ ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে বলে জানা যায় ।    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে আটকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে, যারা এদের সাথে জড়িত তাদেরকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page