• সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পুনর্গঠনে নারীর ভূমিকা ও বিএনপির ঐক্য জোরদারের আহ্বান ডা. ইকরামুল বারী টিপুর/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপির মনোনীত ধানের শীষের নির্বাচনী উঠোন বৈঠকের বিশেষ অতিথি হলেন আওয়ামী লীগ সভাপতি, জনমনে ক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।। বদলগাছীতে চার লাখের গাছ দুই লাখে বিক্রি, বিদ্যালয়ের লোকসান দুই লাখ টাকা/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী-৪, হাতপাখার ভরাডুবির শংকা মাও. মোস্তাফিজুরের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মীর গন পদত্যাগ/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে খাসজমি দখলের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। স্টার ক্লাব ফতেপুরের আয়োজনে নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস,,, দুইটি সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও ভুটানের মধ্যে ,,,,,, সারাদিনে দুই দফা কম্পনে কাঁপল দেশ, সন্ধ্যার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার বাড্ডায়,,, আগামী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা: জামায়াত আমির,,,

দীর্ঘদিন ধরে চলছে কুয়াকাটা রমরমা দেহ ব্যবসা হোটেল ম্যানেজার সহ ৫ জন আটক।

রিপোর্টার: / ৬৩৭ পঠিত
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

মনির হাওলাদার মহিপুর প্রতিনিধিঃ সাগরকন্যা কুয়াকাটার আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে চলছে রমরমা দেহ ব্যবসা। অভিযানে পতিতা, খদ্দের ও হোটেল ম্যানেজার সহ ৫জনেক আটক করেছে মহিপুর থানা পুলিশ।কুয়াকাটায় সরকারি ঝিনুক ডাকবাংলো নামক হোটেল থেকে  যৌনকর্মীদের একটি দলকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (০৯ সেপ্টেম্বর) রাত ১০টায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারককৃতরা হলেন, ম্যানেজার মোঃ জুয়েল (৩০) তালতলী উপজেলার খদ্দের মোঃ ফয়সাল (২৫) মোঃ সোহেল (১৮) সহ দুইজন যৌনকর্মী।হোটেলের পরিচালক মোঃ এনায়েত হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।সরেজমিনে দেখা যায় , আবাসিক হোটেল ঝিনুক ডাকবাংলোয় লিজ নিয়ে দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছে, বাউফলের পৌর মেয়র মোঃ জুয়েল। যৌনকর্মীররা জানান, তারা স্থায়ীভাবে ঝিনুক ডাকবাংলোয় ম্যানেজারের মদদে ব্যবসা করে আসছেন। তারা সুকৌশলে সমুদ্রপারে ছাতা বেঞ্চে বসে  ও বিভিন্ন স্থান ব্যবহার করে পর্যটক ও স্থানীয় খদ্দের জোগাড় করে, অপর একটি দলের মাধ্যমে। তাদের আটক করা সম্ভব হয়েছে ।অন্য একটি গোপন সূত্রে জানা যায় আরো অন্যকিছু দল রয়েছে যাদের কে স্থানীয় কিছু   ছদ্মনামী  নেতাকর্মী দলীয় প্রভাব খাটিয়ে এ দেহ ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে বলে জানা যায় ।    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে আটকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে, যারা এদের সাথে জড়িত তাদেরকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ