• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে: প্রধান উপদেষ্টা,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের,,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা দেশের সার্বিক কল্যাণে সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক বেশি: মির্জা আব্বাস,,,,,দৈনিক ক্রাইম বাংলা শাশুড়ির ১০ লক্ষ টাকা নিয়ে জামাই উধাও অতঃপর  থানায় অভিযোগ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাত দিনের মধ্যে এ মামলা প্রত্যাহার না হলে কলাপাড়াকে অচল করে দেয়া হবে।বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় দশম শ্রেণির ছাত্রী ধর্ষণ, অভিযুক্ত কলেজ ছাত্র গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। বিএনপি নেতার বাড়িতে টিসিবির পণ্য, কালো’বাজারে বিক্রির অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। মাঠেই আলু সংরক্ষণ, ন্যায্য দামের অপেক্ষায় কৃষক যেন দুশ্চিন্তায় দিন/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে পৈত্রিক সম্পত্তিতে বাধা দিয়ে ভাঙচুর সহ মারধর করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের মাধ্যমে দিতে হবে/দৈনিক ক্রাইম বাংলা।।


শ্বাসকষ্ট বেড়েছে করোনায় আক্রান্ত হয়েছে সাদেক বাচ্চুর।

রিপোর্টার: / ৩৪৮ পঠিত
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০


বিনোদন ডেস্কঃঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু অসুস্থ। সম্প্রতি তিনি জ্বরে আক্রান্ত হন। পরে তার শ্বাসকষ্ট দেখা দিলে গেল ৬ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।এবার জানা গেল, এ অভিনেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।চিকিৎসকরা তার করোনায় আক্রান্ত হওয়ার ব্যপারে সন্দেহ করছিলেন। তাই তার নমুনা পরীক্ষা করা হলে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) তার রিপোর্ট পজিটিভ এসে‌ছে। এ তথ্য নিশ্চিত করেছেন সাদেক বাচ্চুর মেয়ে মেহজাবীন।তিনি বলেন, গেল কয়েকদিনে বাবার শ্বাসকষ্ট আরও বেড়েছে। এখন কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে এই অভিনেতার। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেহজাবীন।প্রসঙ্গত, সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। চাঁদপুরে দেশের বাড়ি হলেও জন্ম ঢাকায়। সিনেমার কিংবদন্তি মানুষ এহতেশাম ‘চাঁদনী’ চলচ্চিত্রে তার নাম বদলে সাদেক বাচ্চু করে দেন। সেই থেকেই তিনি এ নামে পরিচিত। টিএন্ডটি নাইট কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন সাদেক বাচ্চু।১৯৬৩ সালে খেলাঘরের মাধ্যমে রেডিওতে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। একইসাথে মঞ্চেও বিচরণ করেন। প্রথম থিয়েটার ‘গণনাট্য পরিষদ।’ ১৯৭২-৭৩ সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন এদেশের সাংস্কৃতিক বলয় নতুনভাবে তৈরি হচ্ছিল, তখন যোগ দেন গ্রুপ থিয়েটারের সাথে।দীর্ঘ পথ পেরিয়ে ১৯৭৪ সালে প্রথম টেলিভিশন নাটকে অভিষিক্ত হন।প্রথম নাটক ছিল ‘প্রথম অঙ্গীকার নাটকটি পরিচালনা করেন আবুল্লাহ ইউসুফ ইমাম। সোজন বাদিয়ার ঘাট, নকশী কাঁথার মাঠ সহ অসংখ্য নাটকে মূল চরিত্রে অভিনয় করেন। ঝুলিতে যুক্ত হয় প্রচুর সুপারহিট নাটক।প্রথম চলচ্চিত্র শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রামের সুমতি’ অবলম্বনে একই নামের ছবি, নায়ক হিসেবে অভিনয় করেন। শহীদুল আমিন ছিলেন পরিচালক। আরও একটি চলচ্চিত্রেও সুনেত্রার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন কিন্তু ছবিটি মুক্তি পায়নি। খল চরিত্রে প্রথম অভিনয় করেন ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্রে ছিলেন বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page