• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।। চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনা সদর কলাপাড়ায় বিনামূল্যে টাইফয়েড টিকা পাচ্ছে ৭২ হাজার ৪৩০ শিশু উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা প্রিজাইডিং অফিসারই হবেন সেই কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’ : সিইসি নাসির উদ্দিন পানপট্টি-বোয়ালিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে হাজারো বাসিন্দা/দৈনিক ক্রাইম বাংলা।। সামছুউদ্দিন রাজুকে সভাপতি ও তারিকুল ইসলাম কে সম্পাদক করে গাজীপুর জেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র’র আংশিক কমিটি গঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

কেকে মাতাবেন লালিগ মেসির সাথে।

রিপোর্টার: / ৩৭৮ পঠিত
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

খেলাধুলা ডেস্ক ঃআজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় এইবার ও সেল্টা ভিগোর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২০-২১ মৌসুমের স্প্যানিশ লা লিগা। করোনাভাইরাস মহামারীর কারণে এবারও গ্যালারিতে থাকছে না দর্শক উপস্থিতি। এছাড়া আর্থিক দিক থেকেও খুব একটা ভালো অবস্থানে না থাকায়, হয়নি বড় কোনো দলবদল।

অনেক অনিশ্চয়তা ও প্রশ্ন নিয়ে শুরু হতে যাওয়া লা লিগায় এবার শিরোপার জন্য ফেবারিট রিয়াল মাদ্রিদ। লিওনেল মেসিকে ধরে রেখে নিজেদের দল পুনর্গঠনের দিকে মনোযোগী বার্সেলোনা। এছাড়া ওপরের দিকে থাকার লড়াইয়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া এবং ভিয়ারিয়ালের মতো দলগুলো।এছাড়াও এবারের লা লিগায় রয়েছে ডেভিড সিলভার স্পেনে ফেরা, পিটার লিমের বিতর্কিতভাবে ভ্যালেন্সিয়াকে সাজানো এবং ১৪ বছর পর কাদিজের লিগে ফেরার ঘটনাও। এবারের লা লিগায় আলোচ্য বিষয় বা নাম হতে পারে এমন ১০টি

নামের তালিকা করেছে স্পেনভিত্তিক সংবাদমাধ্যম মার্কা। জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো সেটি:

লিওনেল মেসিকখনও যদি বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লা লিগা ছেড়ে যান, তাহলে টুর্নামেন্টের অবস্থা আর একইরকম থাকবে না। তবে লিগের জন্য সুখবর যে, এই দিনটি আরও এক বছর পিছিয়ে গেছে। এবারের মৌসুম পুরোটাই বার্সেলোনায় থাকবেন মেসি। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে যে পুনর্গঠনের চিন্তা করছে বার্সা, সেখানেও নিশ্চিতভাবে বড় ভূমিকা থাকবে মেসির। আর যদি এটিই লা লিগায় তার শেষ মৌসুম হয়ে থাকে, তবে তিনিও চাইবেন সাফল্য দিয়ে এটিকে রাঙিয়ে রাখতে।

সার্জিও রামোসরিয়াল মাদ্রিদের হয়ে টানা ১৫তম মৌসুমে খেলার অপেক্ষায় রয়েছেন সার্জিও রামোস। তার অধীনে ২০১৯-২০ মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয়বারের মতো শিরোপার জন্য ছুটবেন তিনি। বর্তমানে রামোসের বয়স ৩৪ হয়ে গেলেও, একের পর এক রেকর্ড গড়েই চলেছেন তিনি।

ডিয়েগো সিমিওনেঅ্যাটলেটিকো মাদ্রিদের ম্যানেজার হিসেবে টানা দশম মৌসুমে রয়েছে সাবেক আর্জেন্টাইন ডিয়েগো সিমিওনে। এরই মধ্যে তিনি পেয়েছেন লা লিগা শিরোপার স্বাদ। নতুন মৌসুমে আরও একবার শিরোপার লক্ষ্যে এগুতে চান সিমিওনে।

তার দলের খেলোয়াড় সাউল নিগেজ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল রয়েছে আমাদের।’

মনচিহুলেন লোপেতেগুইয়ের অধীনের সেভিয়ার সাম্প্রতিক সাফল্যে বড় অবদান রয়েছে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর মনচির। গত মৌসুমে হুলেস কৌনদে, ডিয়েগো কার্লোস এবং লুকাস ওকাম্পোসের মতো কার্যকরী খেলোয়াড়দের দলে এনেছেন তিনি। চলতি বছর ইভান রাকিটিচ এবং ওস্কার রদ্রিগেজদের মতো খেলোয়াড়রা যোগ দেয়ায় এবার শিরোপা স্বপ্নও দেখতে পারে সেভিয়া।উনাই এমেরিফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই ও আর্সেনালের হয়ে দায়িত্ব পালনের পর লা লিগায় ফিরেছেন কোচ উনাই এমেরি এবার তিনি কোচ  হিসেবে থাকছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ