মোঃ আবুল শিকদার কুয়াকাটা প্রতিনিধিঃ শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে, কলাপাড়া উপজেলার মহিপুর থানায়, ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদে, জেলেদের মাঝে, চাউল বিতরণ করেছে আজ। ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জনাব আনসার উদ্দিন মোল্লা। ও এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া মৎস্য অফিসার এবংএলাকার অনেক নেতৃবৃন্দ। জেলেদের মাঝে চাউল বিতরণ করার সময়, চেয়ারম্যান জনাব আনসার উদ্দিন মোল্লা বলেন।২২০০ জেলে পরিবারের মাঝে ৩০কেজি করে, চাউল দিচ্ছে সরকার। তিনি আরো বলেন, ৬৫ দিনের অবরোধের পরই জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ মাছ দেখা দিয়েছে, তবে বরফ সংকটের কারণে, মাছের দাম অনেক কম। সামনে আসছে আরো ২২ দিন অবরোধ সরকারের আইন মানতে হবে। এই আইন অমান্য করে কোন ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে না যায় তার জন্য অনুরোধ জানিয়েছেন।