মোঃ নজরুল ইসলামঃ লালমোহনে দীর্ঘ সময় পরে ফরাজগঞ্জ ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষণা, করা হয়েছে। নির্বাচন কমিশন ১৩ সেপ্টেম্বর এ ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষণা করে। সীমানা নির্ধারণসহ নানাবিধ জটিলতার কারণে কয়েক বছর ধরে নির্বাচন বন্ধ ছিল। আগামী ২০ অক্টোবর ২০২০ অনুষ্ঠিত হবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়। ২৩ সেপ্টম্বর বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, আগামী ৩ অক্টোবর শনিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, এবং আগামী ২০ অক্টোবর মঙ্গলবার ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে, নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিল ঘোষণার খবর পেয়ে জনগণের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। তারা তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করার আশা প্রকাশ করেছেন বলে জানা যায়।
You cannot copy content of this page