বিনোদন ডেস্কঃ চলে গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না-লিল্লাহ….. রাজিউন।করোনায় আক্রান্ত ছিলেন সাদেক বাচ্চু। সেজন্য তার মরদেহ দাফনে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। জানা গেছে এ অভিনেতার দাফনের দায়িত্ব নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম। এই তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন অভিনেতা শিবা শানু।তিনি বলেন, ‘বাচ্চু ভাইয়ের মরদেহ এখনো হাসপাতালেই রয়েছে। সেখান থেকে মরদেহ বের হবে আঞ্জুমানের দায়িত্বে। তারাই সামাজিক দূরত্ব ও করোনার বিধিনিষেধ মেনে উনার গোসল, জানাজা ও দাফন করার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন।