• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায়” খবরটি গুজব, জানাল কারা অধিদপ্তর,,, নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি’ — ইসি সচিব আখতার আহমেদ,,, বিপদের বন্ধু ঘরের ডাক্তার, তার নাম গ্রাম ডাক্তার” — কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভায় মানবতার সেবায় ঐক্যবদ্ধ গ্রাম চিকিৎসকরা,,,, দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,, বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,, শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস,,, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা যমুনায় যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ,,, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,, কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত,,, নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,,,

১২ পোশাক কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ না করায় ১২টি তৈরি পোশাক কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত এসব মালিক দেশ ছাড়তে পারবেন না।

মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব সফিকুজ্জামান।

সাখাওয়াত হোসেন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১২টি কারখানার মালিকদের বিষয়ে ইমিগ্রেশনে তথ্য পাঠানো হয়েছে এবং মঙ্গলবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।’

সরকারি নির্দেশনা অনুসারে, ২৭ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু এসব কারখানার মালিকরা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। ফলে পাঁচটি কারখানায় ইতোমধ্যে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

উপদেষ্টা আরও বলেন, ‘যারা শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, আগামী ২৭ মার্চের মধ্যে অন্য কারখানাগুলোও যদি শ্রমিকদের পাওনা পরিশোধ না করে, তাহলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।’

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলন ক্রমশ বাড়ছে। রোববার গাজীপুরের টঙ্গীতে এক পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একইদিন কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন হ্যাগ নীট ওয়্যার কারখানার শ্রমিকরা, যেখানে তিন মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়ে কারখানার গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এছাড়া, সাভারের হেমায়েতপুরে ঋষিপাড়া এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পরিশোধ ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে আন্দোলন করেন। তারা কারখানা বন্ধের নোটিশ দেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

গত ১৩ মার্চ ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, ২০ রোজার মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধ করতে হবে। একই সঙ্গে, কোনো শ্রমিককে চাকরিচ্যুত বা ছাঁটাই না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু নির্ধারিত সময়ের পরও শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা দিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ